• " />

     

    'চ্যাম্পিয়নস ট্রফিতে অন্য এক বাংলাদেশকে দেখা যাবে'

    'চ্যাম্পিয়নস ট্রফিতে অন্য এক বাংলাদেশকে দেখা যাবে'    

    ২০০৬ সালে যখন শেষবার চ্যাম্পিয়নস ট্রফি খেলেছিল বাংলাদেশ, তিনিই ছিলেন অধিনায়ক। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ১১ বছর। মাঝে দুটি আসরে অংশ নিতে না পারা বাংলাদেশ এই বছর আবারো টুর্নামেন্টে ফিরছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার মনে করেন, এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অন্য এক বাংলাদেশকে দেখা যাবে।

     

    এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পক্ষ থেকে আইসিসির শুভেচ্ছাদূত হাবিবুল জানালেন, এই টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, “সরাসরি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পাড়া অবশ্যই আমাদের জন্য বড় একটা পদক্ষেপ। সাম্প্রতিক সময়ে আমাদের দুর্দান্ত ওয়ানডে ফর্মের প্রতিফলন এখানেও দেখানোর সুযোগ এসেছে। গত দুই বছর এই টুর্নামেন্টের জন্য খেলছি। ঘরের বাইরে খুব একটা সাফল্য পাইনি, তবে এখন আমরা প্রস্তুত। ২০১৫ সালের বিশ্বকাপে ভালো খেলেছি। শ্রীলংকার বিপক্ষে সিরিজটা ভালো গেছে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে তাই অন্য এক বাংলাদেশকেই দেখা যাবে।”

     

     

    ২০০৬ সালের সেই দলের মাত্র দুজন সদস্য বর্তমান দলে খেলছেন। সাকিব ও মাশরাফির ছাড়াও দলের অন্যদেরও নিজেদের সেরাটা দিতে হবে বলেই মানছেন হাবিবুল, “আমাদের সাম্প্রতিক সাফল্যে সাকিব ও মাশরাফির অবদান অনেক। তবে মুশফিক, তামিম, মাহমুদউল্লাহরাও নিজেদের দায়িত্বটা পালন করেছে। দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে যারা ভালো পারফর্ম করছে। সিনিয়র ও জুনিয়রদের সম্মিলিত পারফরম্যান্সের কারণেই এতো এগুতে পেরেছে বাংলাদেশ। এই টুর্নামেন্টেও তেমনটাই আশা করছি।”