• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    সাঙ্গাকারা-হাসিদের পাশে থাকতে পেরে গর্বিত হাবিবুল

    সাঙ্গাকারা-হাসিদের পাশে থাকতে পেরে গর্বিত হাবিবুল    

    দীর্ঘদিন বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা তাঁর ছিল। বাংলাদেশের টেস্ট ব্যাটসম্যানদের সিংহাসনে হাবিবুল বাশারের নামই ছিল সবার ওপরে। এবার আরও একটা পালক যোগ হয়েছে তাঁর মুকুটে, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পক্ষ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। দুই দিন আগেই আইসিসি সেটি জানিয়েছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক হাবিবুল জানিয়েছেন, এই সম্মান তাঁর জন্য অনেক বড় পাওয়া।

    আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা আটে থেকে এই প্রথমবারের মতো খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। যে আটজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম আইসিসি নিশ্চিত করেছে, তাতে হাবিবুল ছাড়াও আছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি, ভারতের হরভজন সিং, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, পাকিস্তানের শহীদ আফ্রিদি, ইংল্যান্ডের ইয়ান বেল, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও নিউজিল্যান্ডের শেন বন্ড। তাঁদের সঙ্গে এক বন্ধনীতে থাকতে পেরে হাবিবুল নিজের গর্বের কথা জানালেন, ‘অবশ্যই দারুণ লাগছে। আইসিসি আমাকে এই সম্মান দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। খুবই ভালো একটা অনুভূতি।’

    কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হাবিবুলের কাজ কী হবে? বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জানালেন, ‘আইসিসির বিভিন্ন অনুষ্ঠানে থাকা থেকে শুরু করে কলাম লেখা বা আইসিসির হয়ে অন্যান্য কর্মসূচিতেও অংশ নিতে হবে। কাজ খুব কম নয়, তবে আশা করি সেটা আমি উপভোগ করব। ’