• ঢাকা প্রিমিয়ার লিগ
  • " />

     

    সেই চোপড়াই জন্মদিনে করলেন ট্রিপল সেঞ্চুরি

    সেই চোপড়াই জন্মদিনে করলেন ট্রিপল সেঞ্চুরি    

    প্রশান্ত চোপড়ার নামটা একটু চেনা চেনা শোনাচ্ছে? এই বছরেই ঢাকা প্রিমিয়ার লিগে খেলে গেছেন শেখ জামালের হয়ে, ১১ ম্যাচে করেছেন ৪৯২ রান। বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন। এবার গড়লেন আরেকটি দারুণ কীর্তি, ক্রিকেট ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে জন্মদিনে গড়লেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির কীর্তি।

     

    হিমাচল প্রদেশের এই ২৫ বছর বয়সী ব্যাটসম্যান ঘরের মাঠ ধর্মশালায় আসল কীর্তিটা করেছেন অবশ্য কাল। রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের সঙ্গে প্রথম দিনেই করেছিলেন ২৭১ রান। সেই সঙ্গে ভেঙেছেন রঞ্জির ৬৭ বছরের পুরনো একটা রেকর্ডও। কোনো ভারতীয় ব্যাটসম্যানের এক দিনে তা দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। সেই ১৯৪৮-৪৯ সালে এক দিনেই ২৭৭ রান করেছিলেন বাসুদেব নিম্বালকার।

    তবে প্রশান্ত ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন আজই, তাও আবার নিজের ২৫তম জন্মদিনে। ১৯৬২ সালে প্রথম নিজের জন্মদিনে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন ইংলিশ গ্রেট কলিন কাউড্রে। ১৯৯৫ সালে সেটির পুনরাবৃত্তি করেন অকালপ্রয়াত ভারতীয় ব্যাটসম্যান রমন লাম্বা। চোপড়া তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেটি করে দেখালেন। তবে মাইলফলক ছোঁয়ার পর বেশিদূর যেতে পারেননি, ৩৬৩ বলে ৩৩৮ রান করেই আউট হয়ে গেছেন। ৪৪টি চারের পাশাপাশি মেরেছেন দুইটি ছয়। চোপড়ার ৩৩৮ আবার হিমাচল প্রদেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিও বটে।