• আইপিএল
  • " />

     

    কিটব্যাগ হারিয়ে দল থেকে বাদ!

    কিটব্যাগ হারিয়ে দল থেকে বাদ!    

    কোন কোন কারণে একটা ক্রিকেট ম্যাচের একাদশে থাকতে পারেন না কোনো ক্রিকেটার? চোট, ফর্ম, দলের কম্বিনেশন। না, অ্যারন ফিঞ্চ এসব কোনও কারণেই বাদ পড়েননি। মুম্বাইয়ের সঙ্গে আইপিএলের ম্যাচে গুজরাটের এই ব্যাটসম্যান দলে নেই, কারণ, নিজের কিটব্যাগটা হারিয়ে ফেলেছেন তিনি! অধিনায়ক সুরেশ রায়না নিজেই নিশ্চিত করেছেন ব্যাপারটা! ফিঞ্চের জায়গায় দলে এসেছেন জ্যাসন রয়।

     

    ব্যাট-প্যাড বা জুতা ধার করে খেলার ঘটনা ক্রিকেটে নতুন নয়। টেস্টের প্রথম ট্রিপল সেঞ্চুরিটা অ্যান্ডি স্যান্ডহ্যাম করেছিলেন সতীর্থের ব্যাট-জুতা ধার করে, সফরের শেষ ম্যাচ বলে স্যান্ডহ্যাম তার আগেই অতিরিক্ত ব্যাটগুলো বিক্রি করে দিয়েছিলেন। শহীদ আফ্রিদি তাঁর বিখ্যাত ৩৭ বলের সেঞ্চুরি করেছিলেন ওয়াকার ইউনিসের কাছ থেকে ব্যাট নিয়ে, যেটা ইউনিসকে আবার উপহার দিয়েছিলেন শচীন টেন্ডুলকার।

     

    তবে শুধু ব্যাট-প্যাড হলেও কথা ছিল, কিটব্যাগ হারিয়ে ফেলা মানে তো সবই হারিয়ে ফেলা! ‘জোড়া-তালি’ দিয়ে নামা যেতো কিনা, সেটা ভাল বলতে পারবেন ফিঞ্চই! 


    আরও পড়ুন 
    শেষ বলে চার মেরেও স্ট্রাইকে!