• " />

     

    আগামী জুন পর্যন্ত 'তিন মোড়লের নীতি' চায় বিসিসিআই

    আগামী জুন পর্যন্ত 'তিন মোড়লের নীতি' চায় বিসিসিআই    

    গত ফেব্রুয়ারিতেই আইসিসির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ‘তিন মোড়লের নীতি’ থেকে সরে আসবে আইসিসি। তখন থেকেই এটার বিরোধিতা করে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার দিল্লীতে 'বিশেষ বৈঠকের' পর বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুন পর্যন্ত এই নীতি থেকে সরে না আসার প্রস্তাব দেওয়া হবে আইসিসিকে। আগামী সপ্তাহে অনুষ্ঠিত আইসিসির সভায় এই প্রস্তাব তুলবেন বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব অমিতাভ চৌধুরী। 

     

    ২০১৪ সালে থেকে চলে আসা এই নীতিতে আইসিসির লভ্যাংশের বড় একটা অংশ পায় ভারত। এই নীতি থেকে সরে আসার ঘোষণায় স্বভাবতই মনঃক্ষুণ্ণ হয়েছিল বিসিসিআই। এজন্যই এই নীতির পক্ষেই অবস্থান নিয়েছে বিসিসিআইয়ের সবাই, জানালেন এক কর্মকর্তা, “ অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ড যেন আগের মতোই লভ্যাংশ পায় এই ব্যাপারটি নিশ্চিত করার জন্যই আইসিসির সভায় এই প্রস্তাব তোলা হবে। জুন মাসে লন্ডনের সভায় নতুন নীতিমালা নিয়ে ভাবা যেতে পারে। এর আগ পর্যন্ত ‘বিগ থ্রি’ নীতি বাতিল না করার প্রস্তাব দেবো আমরা।”

     

     

    এদিকে অমিতাভ চৌধুরী জানিয়েছেন, ভারতের স্বার্থবিরোধী কোনো নীতি মেনে নেবেন না তাঁরা, “ভারতের লাভের দিকটা মাথায় রাখব আমরা। আগের নীতি বাতিল হলেও নতুন নীতিতে যেন ভারত লাভবান হয় সেই ব্যাপারটাই ভাবছে আমাদের পরিচালনা কমিটি। তাঁরা একটা প্রাথমিক নীতিমালা তৈরিও করেছে। এই ব্যাপারেও আমরা আইসিসির সভায় কথা বলব।"