• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    '৮০ মিনিটের পর কেউ যেন ন্যু ক্যাম্প না ছাড়ে'

    '৮০ মিনিটের পর কেউ যেন ন্যু ক্যাম্প না ছাড়ে'    

    পিএসজির সঙ্গে প্রথম লেগে চার গোলে পিছিয়ে পড়ার পর তাদের বাতিল করে দিয়েছিল সবাই। কিন্তু অবিশ্বাস্য এক ম্যাচে দ্বিতীয় লেগে ৬-১ গোলে জিতে শেষ আটে উঠে এসেছে বার্সেলোনা। জুভেন্টাসের সঙ্গে আজও তেমন কোনো রূপকথাই লিখতে হবে। প্রথম লেগে ৩-০ গোলে হেরে যে কোণঠাসা বার্সা! তবে এনরিকে মনে করিয়ে দিচ্ছেন, আগের ম্যাচে ন্যু ক্যাম্পে যেমন অসম্ভবকে সম্ভব করেছিল বার্সা, আজও তেমন কিছু হতে পারে।

    ন্যু ক্যাম্পে একটা সময় অনেক দর্শকই মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু শেষ সময়ে তিন গোল করে ম্যাচে ফিরেছে বার্সা। এনরিকে আবার বুক বাঁধছেন অসম্ভবের আশায়, ‘প্রথম গোলটা আমরা করতে পারলে ক্যাম্প ন্যু দ্বিতীয় গোল করব। আর তৃতীয় গোলটা এরপর এমনিই হয়ে যাবে।’ এনরিকে তাই মনে করিয়ে দিলেন, আগের ম্যাচের ‘আফসোস’ যেন কাউকে করতে না হয়, ’৮০ মিনিটের পর কেউ চলে যাবেন না। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। পিএসজির সঙ্গে ওইরাতের মতো ইতিহাস তো আবার হতে পারে। ৯৫ মিনিট পর্যন্ত আমরা নিজেদের পক্ষে যা সম্ভব সবই করব। আমরা আগেই দেখেছি, বার্সেলোনা পাঁচ মিনিটে তিন গোল দিয়েছে, তাই সবকিছুই সম্ভব।’

    এনরিকে বলছেন, আজ তাদের হারানোর কিছুই নেই, ‘আমাদের হারানোর কোনো ভয় নেই। আমাদের সামনে পথ একটাই, আক্রমণ, আক্রমণ ও আক্রমণ।’ আজ জুভেন্টাস একটা অ্যাওয়ে গোল দিলেই সবকিছু ওলটপালট হয়ে যেতে পারে। সেটাও মাথায় আছে এনরিকের, ‘পিএসজির মতো এতো গোল হয়তো করতে হবে না। কিন্তু জুভেন্টাসের এক গোল দেওয়া মানে আমাদের পাঁচ গোল দিতে হবে।’

    তবে এই মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস মাত্র দুই গোল হজম করেছে। বার্সেলোনাকে আজ অসম্ভবের চেয়েও বেশি কিছু করতে হবে।'