দলে সুযোগ পাবেন কি এদের কেউ?

বিশ্বকাপ অভিযান শেষে গতকালই দেশে ফিরেছে মাশরাফি বাহিনী। কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে যাওয়া যাত্রাটা আরও দীর্ঘায়িত হতে পারতো কিনা সে নিয়ে বিতর্ক হয়তো চলবে আরও অনেকদিন। তবে মাশরাফির ভাষায়ই বলতে হয়, কোনকিছুর জন্যই জীবন কোথাও থেমে থাকে না। থেমে থাকার আসলে সুযোগও নেই। বছরজুড়েই ঘরের মাঠে ব্যস্ত থাকবে টাইগাররা। খেলতে হবে হয়তো পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষদের বিপক্ষে। ভুল থেকে শিক্ষা নিয়ে আর সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে পরবর্তী বিশ্বকাপের একটা প্রাথমিক প্রস্তুতিও হয়তো শুরু হয়ে যাবে এখন থেকেই। সে প্রস্তুতির সূচনালগ্নে আগামী মাসে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন মাশরাফিরা।
২ টেস্ট আর ৩ ওয়ানডের সেই সিরিজে কি বিশ্বকাপ স্কোয়াড থেকেই দল বেছে নেবেন নির্বাচকরা? নাকি সদ্য সমাপ্ত জাতীয় লিগে আলো ছড়ানো নতুন-পুরনো মুখগুলোকেও দেখা যেতে পারে মূল একাদশে? বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টটিতে এক মৌসুমে সবচেয়ে বেশী রানের এক যুগ পুরনো রেকর্ড ভেঙে ফেলেছেন রংপুরের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমার দাস। জাতীয় লিগের রেকর্ড ৫টি শতকও সম্প্রতি শেষ হওয়া মৌসুমেই করেছেন কুড়ি বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। বছরের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগের সপ্রতিভ পারফরম্যান্সের সুবাদে ডাক পেয়েছিলেন বিশ্বকাপের ৩০ সদস্যের দলে। ইনিংস উদ্বোধনের দুর্ভাবনায় জর্জরিত বাংলাদেশ দলে হয়তো এবার মূল একাদশেই ব্যাট হাতে দেখা যেতে পারে তাঁকে।
লিটন কুমার দাস
এবারের আসরের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তিনজনেরই জাতীয় দলে এখনও অভিষেক হয় নি। উল্লেখ করা প্রয়োজন এই তিনজনই আবার খেলেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে। লিটন দাস ছাড়া বাকি দুই ওপেনারই আবার ঢাকার, আব্দুল মজিদ ও রনি তালুকদার। তামিম, বিজয়দেরও তাই পারফরম্যান্স দিয়েই দলে টিকে থাকার লড়াইয়ে থাকতে হবে।
সদ্য সমাপ্ত জাতীয় লিগের সেরা পাঁচ ব্যাটসম্যান
ব্যাটসম্যান | বিভাগ | ব্যাটিং অর্ডার | ইনিংস | রান | স্ট্রাইক রেট | গড় | ৫০ | ১০০ | সর্বোচ্চ |
লিটন কুমার দাস | রংপুর | ওপেনিং | ১৩ | ১০২৪ | ৮২.৭৮ | ৮৫.৩৩ | ৩ | ৫ | ১৭৫ |
আব্দুল মজিদ | ঢাকা | ওপেনিং | ১১ | ৭৯৩ | ৫৪.৮৪ | ৭৯.৩০ | ৩ | ৩ | ২৫৩* |
তুষার ইমরান | খুলনা | মিডল | ১০ | ৭৮২ | ৫২.৬২ | ৯৭.৭৫ | ৩ | ৩ | ২০৩* |
রনি তালুকদার | ঢাকা | ওপেনিং | ১১ | ৭৭৭ | ৭৩.১৬ | ৭০.৬৪ | ১ | ৩ | ২২৭ |
অলোক কাপালি | সিলেট | মিডল | ১০ | ৭৪৮ | ৪৭.৮৬ | ৮৩.১১ | ৪ | ২ | ২১১* |
বিশ্বকাপের মাঠে কেবল স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রান ছাড়া কোন ম্যাচেই সেভাবে জ্বলে উঠতে পারেন নি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কাঁধের চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার আগে খেলা দু’ ইনিংসে নামের প্রতি সুবিচার করতে পারেন নি আরেক ওপেনার আনামুল হকও। তাঁর বদলি হিসেবে টুর্নামেন্টের মাঝখানে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়া ইমরুল কায়েসও সুযোগ পাওয়া তিন ম্যাচেই ছিলেন নিষ্প্রভ। সব মিলিয়ে উদ্বোধনী জুটিতে রানখরা বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তার নামই। জাতীয় লিগে তিন তিনজন ওপেনারের ব্যাটে রান তাই বেশ আশা জাগানিয়াই।
ঢাকা বিভাগের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ (বাঁয়ে) ও রনি তালুকদার
ওদিকে বল হাতে মৌসুমজুড়ে দাপট দেখিয়েছেন স্পিনাররা। জাতীয় দলের হয়ে ৪টি করে টেস্ট ও ওয়ানডে খেলা ইলিয়াস সানি ৪২ উইকেট নিয়ে সবার উপরে। দ্বিতীয় স্থানে আছেন এক সময়ের দেশসেরা স্পিনার আব্দুর রাজ্জাক। তালিকায় চার নম্বরে আছেন বোলিং অ্যাকশন শুধরে সম্প্রতি মাঠে ফেরা আরেক দেশসেরা স্পিনার সোহাগ গাজী। সেরা পাঁচ বোলারের মধ্যে কেবল সানজামুল ইসলামই এখনও জাতীয় দলে খেলার সুযোগ পান নি।
আব্দুর রাজ্জাক (বাঁয়ে) ও ইলিয়াস সানি
সদ্য সমাপ্ত জাতীয় লিগের সেরা পাঁচ
বোলার | বিভাগ | রোল | ইনিংস | উইকেট | ইকোনমি | গড় | ৫ উইকেট | সেরা |
ইলিয়াস সানি | ঢাকা | বাঁহাতি স্পিনার | ১৩ | ৪২ | ৩.০২ | ২৫.৬৭ | ৪ | ৭/৭৩ |
আব্দুর রাজ্জাক | খুলনা | বাঁহাতি স্পিনার | ১৩ | ৪১ | ২.৭৪ | ২৮.৮০ | ৪ | ৮/১০০ |
মোশাররফ হোসেন | ঢাকা | বাঁহাতি স্পিনার | ৯ | ২৮ | ২.৫০ | ২৪.৩৬ | ৩ | ৫/৩৭ |
সোহাগ গাজী | বরিশাল | অফ স্পিনার | ১২ | ২৮ | ২.৮৭ | ৪১.০৭ | ৩ | ৫/৯৪ |
সানজামুল ইসলাম | রাজশাহী | বাঁহাতি স্পিনার | ১২ | ২৭ | ৩.১৪ | ৩৬.৭০ | ২ | ৫/৮৪ |
ঘূর্ণি বল বাংলাদেশ দলের সবচেয়ে ভরসার জায়গা হলেও সদ্য সমাপ্ত বিশ্বকাপ অভিযানে সেভাবে সুবিধে করতে পারেন নি বাংলাদেশের কোন নিয়মিত স্পিনারই। অবশ্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বেশীরভাগ উইকেট পেস সহায়ক হওয়ায় স্পিনারদের সামর্থ্যের প্রমাণটাও সেভাবে পাওয়া যায় নি। আট উইকেট নিয়ে দলের সবচেয়ে সফল স্পিনার সাকিব আল হাসান। এক ম্যাচ করে সুযোগ পেয়ে উইকেটের দেখা পান নি বাকি দুই স্পিনার তাইজুল ইসলাম ও আরাফাত সানি। আসন্ন সিরিজগুলোতে তাই জাতীয় লিগের পারফর্মাররা নির্বাচকদের সুনজর পেলেও পেতে পারেন।