• কনফেডারেশনস কাপ ২০১৭
  • " />

     

    'রোনালদোর মনযোগ কনফেডারেশনস কাপেই'

    'রোনালদোর মনযোগ কনফেডারেশনস কাপেই'    

    কর ফাঁকির অভিযোগ, মাদ্রিদ ছাড়ার গুঞ্জন; ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনার কোনো কমতি নেই। রাশিয়াতে কনফেডারেশনস কাপ খেলতে যাওয়া সিআর সেভেন অবশ্য এতকিছুর মাঝে মুখে কুলূপ এঁটেই বসে আছেন। পর্তুগাল সতীর্থ পেপে বলছেন, কর ফাঁকি কিংবা ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নয়, রোনালদোর পুরো মনোযোগ শুধু এই টুর্নামেন্টেই।

    পেপে বলছেন, পর্তুগালকে কনফেডারেশনস কাপ জেতানোই রোনালদোর লক্ষ্য, “আমরা পেশাদার ফুটবলার। আমরা এখন কনফেডারেশনস কাপে নিজেদের সেরাটা দেওয়ার কথাই ভাবছি। এই টুর্নামেন্টে অনেকদূর যেতে চাই। প্রথমবারের মতো এখানে খেলতে এসেছি, এটা আমাদের সবার জন্যই দারুণ একটা অভিজ্ঞতা। আর রোনালদো ধ্যান ধারণা সবকিছুই এখন পর্তুগালকে নিয়ে। এটা সবসময়ই হয়ে এসেছে।”

     

    পর্তুগালের কোচ সান্তোসও পেপের সাথে একমত, “পরের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দলের অন্য ফুটবলারদের মতো রোনালদোও রাশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে যথেষ্ট মনযোগী। আশা করি আমার দল এবারের টুর্নামেন্ট জিতবে, গতবছর ইউরোতে যেমনটা হয়েছিল।”