ডারউইনকে 'বাংলাদেশ' বানাতে চায় অস্ট্রেলিয়া
বাংলাদেশে অস্ট্রেলিয়া আসছে, এটা এখন নিশ্চিতই। প্রায় চূড়ান্ত হয়ে গেছে দিনক্ষণও। বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি ক্যাম্পের সূচিও ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১০ আগস্ট থেকে ডারউইনে শুরু হবে সাত দিনের প্রস্তুতি ক্যাম্প। বাংলাদেশের উইকেটের সঙ্গে খাপ খাওয়ানোর প্রস্তুতিটা সেখানেই সারতে চায় অস্ট্রেলিয়া।
দুই টেস্টের সিইরজ খেলতে আগস্টেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ১৩ জনের দলও ঘোষণা করেছে। সেখানে অবশ্য পরে আরও এক দুজন যোগ হতে পারেন। ডারউইনে এই দলকে নিয়ে শুরু হচ্ছে এক সপ্তাহের একটা ক্যাম্প। সেখানে থাকছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার। ডারউইনের মারারা ক্রিকেট মাঠে নিজেদের মধ্যে তিন দিনের একটা ম্যাচও খেলবেন তাঁরা।
তবে ক্যাম্পের আসল উদ্দেশ্য নিজেদের যাচাই করা নয়, বরং বাংলাদেশের কন্ডিশন বা উইকেটের সঙ্গে একটু ধাতস্থ হওয়া। এখন থেকেই তাই ডারউইনের উইকেট বাংলাদেশের মতো করে বানানোর পরামর্শ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বছরে ভারত সফরের আগে দুবাইতে একটা ক্যাম্প করেছিলেন স্মিথরা, সেখানকার প্রস্তুতিটা দারুণ কাজে দিয়েছিল। বাংলাদেশের জন্য কাছাকাছি আবহাওয়ার ডারউইনকেই তাই বেছে নিতে যাচ্ছে।