• ওয়েস্ট ইন্ডিজ-ভারত
  • " />

     

    ১৮৯ করেও ভারতকে থামিয়ে দিল উইন্ডিজ!

    ১৮৯ করেও ভারতকে থামিয়ে দিল উইন্ডিজ!    

    সংক্ষিপ্ত স্কোর 

    ওয়েস্ট ইন্ডিজ ১৮৯/৯, ৫০ ওভার (লুইস ৩৫, হোপ ৩৫, যাদব ৩/৩৫, পান্ডিয়া ৩/৪০)

    ভারত ১৭৮ অল-আউট, ৪৯.৪ ওভার (রাহানে ৬০, ধোনি ৫৪, হোল্ডার ৫/২৭, জোসেফ ২/৫৪) 

    ফলঃ ওয়েস্ট ইন্ডিজ ১১ রানে জয়ী 


    হোল্ডারের ফুলটসটা এক্সটা কাভারের ওপর দিয়ে মারতে চাইলেন মোহাম্মদ শামি। পারলেন না। রসটন চেজ সামনে ঝুঁকে ক্যাচ নিলেন। দুই হাত প্রসারিত করে হোল্ডার যেন অপেক্ষায় সতীর্থদের উচ্ছ্বাসে মিশে যাওয়ার। ড্রেসিংরুমে দুই হাত বুকের ওপর বদ্ধ করে দাঁড়িয়ে কোহলি, বোঝার চেষ্টা করছেন হলোটা কী আসলে! হলো একটা লো-স্কোরিং ম্যাচ, হলো দুই দলের ধীরলয়ের ব্যাটিং প্রদর্শনী। যেখানে জয়ী দলের নাম ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা অ্যান্টিগায় ১৮৯ করেও থামিয়ে দিয়েছে ভারতকে! ৫ ম্যাচের সিরিজটাও বেঁচে রইলো তাই।

     

    মাহেন্দ্র সিং ধোনি নিজের সবচেয়ে ধীরগতির ইনিংসটা খেললেন এদিন। ১১৪ বলে ৫৪ রান করে আউট হওয়ার সময় ভারতকে রেখে গেলেন যেন সামনে বিশাল এক নদীর তিরে। ৬ বলে তখন ভারতের দরকার ১৪ রান, হাতে দুই উইকেট, ম্যাচের প্রেক্ষিতে এটা তো বিশাল নদীই! কুলদিপ যাদব বা মোহাম্মদ শামি তা পার হতে পারলেন না। জ্যাসন হোল্ডার দুজনকেই থামিয়ে দিলেন। হোল্ডার থামিয়েছেন আরও তিন ভারতীয় ব্যাটসম্যানকে, হয়েছেন ম্যাচসেরা।

     

    আগের ম্যাচের চেয়ে এই উইকেট ফ্ল্যাট ছিল, অথচ সেখানেই টসে জিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো খুঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। ১৯২টি ডট তাদের ইনিংসে, শেষ ৮৩ বলে নেই বাউন্ডারির দেখা। ৫০ ওভার খেলাটাই যেন ছিল চ্যালেঞ্জ, সেখানে উৎরে গেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। দুই ওপেনার এভিন লুইস ও কাইল হোপ করেছেন সর্বোচ্চ ৩৫ রান করে।

     

    ভারতের সঙ্গে এর চেয়ে কম রান করে এর আগে শুধু একবার জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ১৯৮৭ সালে। প্রায় ৩০ বছর আগের স্মৃতিটাই ফিরে এলো আবার। জোসেফ-হোল্ডারদের তোপে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত, তবে একপ্রান্ত আগলে ছিলেন আজিঙ্কে রাহানে। ৯১ বলে ৬০ রান করে ফেরেন তিনি, ধোনির ধীরলয়ের ইনিংস শুরু এরপরই। তার পর যাদব, পান্ডিয়া বা জাদেজা দুই অঙ্ক ছুঁয়েছেন, তবে দলকে পার করাতে পারেননি সেই নদীটা।