• ওয়েস্ট ইন্ডিজ-ভারত
  • " />

     

    নারী দল থেকে 'অনুপ্রেরণা' নিচ্ছেন কোহলিরা!

    নারী দল থেকে 'অনুপ্রেরণা' নিচ্ছেন কোহলিরা!    

    প্রমীলা বিশ্বকাপের এবারের আসরের শুরু থেকেই দাপটের সাথে খেলছে ভারতের মেয়েরা। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে স্মৃতি-মিথালির দল। ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলছেন, মেয়েদের এই সাফল্য থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছে কোহলিরা।

    ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করে ভারতের মেয়েরা। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে সহজেই হারিয়ে ভালো কিছুর আভাস দিচ্ছে তারা। বাঙ্গার বলছেন, মেয়েদের এই সাফল্য কোহল-ধোনিদের অনুপ্রেরণা যোগাচ্ছে, “মহিলা ক্রিকেট দলের সদস্যদের আমি অভিনন্দন জানাতে চাই। তারা টানা তিন ম্যাচ জিতে শক্ত অবস্থানে নিয়েছে নিজেদের। পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৬৯ রানের পুঁজি নিয়েও জয় পেয়েছে। আমাদের দল তাঁদের দেখে অনুপ্রাণিত হচ্ছে প্রতিনিয়তই। যদিও টুর্নামেন্ট অনেক লম্বা, আশা করি তারা এই সাফল্য ধরে রাখবে।”

    চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেও হতাশা নিয়ে ফিরতে হয়েছে কোহলিদের। বাঙ্গার মনে করেন, মেয়েরা বিশ্বকাপ জিতলে সেই ক্ষত কিছুটা পূরণ হবে, “যেভাবে তারা খেলছে সেটা অসাধারণ। আরা করি তারা শিরোপা জিতবে। এতে আমাদের চ্যাম্পিয়নস ট্রফির পরাজয়ের দুঃখ কিছুটা হলেও কমবে।”