হাম্বানটোটায় বাগড়া দিতে পারে হাতি!
স্টেডিয়ামটা একেবারেই ঘন জঙ্গলে ঘেরা। খেলা দেখার জন্য সেই জঙ্গলের ভেতর দিয়েই হেঁটে যেতে হয় অনেক দর্শককে। আর সেটা করতে গিয়েই বুনো হাতির দলের মুখোমুখি হতে হয় হরহামেশাই। এবার সেই হাম্বানটোটা স্টেডিয়ামেই হবে শ্রীলংকা-জিম্বাবুয়ে সিরিজের শেষ তিনটি ওয়ানডে। হাতির আক্রমণের আশংকায় শ্রীলংকা সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হবে।
পুরো এশিয়ার ১০ শতাংশ হাতির বাস শ্রীলংকায়। হাম্বানটোটাতেও রয়েছে প্রচুর হাতি। এই অঞ্চলের রাস্তাঘাটেও ঘুরে বেড়ায় হাতির দল। ২০০৯ সালে ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম তৈরি করা হয় এখানে। ২০১১ সালের বিশ্বকাপের ম্যাচও অনুষ্ঠিত হয়েছে এই মাঠে। স্টেডিয়ামের আশেপাশের এলাকায় প্রায় প্রতিদিনই হাতির দল দেখা যায়। অনেক সময় স্টেডিয়ামের একেবারেই কাছে এসে পড়ে হাতিগুলো। ধারণা করা হচ্ছে, ২৫ টি হাতির দল এই মুহূর্তে স্টেডিয়ামের আশেপাশের এলাকায় ঘুরছে, যা দর্শকের জন্য বিপদের কারণ হতে পারে।
স্টেডিয়ামের এক কর্মকর্তা জানিয়েছেন, হাতির আক্রমণের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, “রাতে স্টেডিয়ামের বেষ্টনী ভেঙে হাতির ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। পিচেরও অনেক ক্ষতি হয়েছে। স্টেডিয়ামের ১০০ মিটার দূর থেকেই বনের শুরু। এজন্য আমরা ১০ জন নিরাপত্তাকর্মী নিয়োগ দিচ্ছি হাতির আক্রমণ ঠেকানোর জন্য। আশা করি দর্শকের কোনো সমস্যা হবে না।”