• শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
  • " />

     

    পিচের কারণেই বদলে যাওয়া জিম্বাবুয়ে!

    পিচের কারণেই বদলে যাওয়া জিম্বাবুয়ে!    

    ২৩ রানেই নেই ৪ উইকেট। রঙ্গনা হেরাথের স্পিন বিষে নীল হতে শুরু করেছে জিম্বাবুয়ে। মনে হচ্ছিল, অল্প কিছুক্ষণের মাঝেই গুটিয়ে যাবে তাঁদের ইনিংস। তবে সিকান্দার রাজার প্রতিরোধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে দল। লংকান কোচ নিক পথাস বলছেন, পিচের বদলে যাওয়ার কারণেই এভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে জিম্বাবুয়ে।

    দিন গড়ানোর সাথে সাথে পিচটাও ব্যাটিং সহায়ক হয়েছে বলেই ধারণা নিকের, “পিচ অনেকটাই পরিবর্তন হয়েছে। বল পুরনো হওয়া শুরু করলেই আগের দিনের মতো হয়েছে। প্রথম দুই দিন অনেক স্পিন ধরেছিল পিচে। আজকে অপ্রত্যাশিতভাবেই বল সেরকম আচরণ করেনি। উইকেট পাওয়া কঠিন হয়ে গিয়েছিল শেষ দুই সেশনে। আমাদের উইকেট নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে। নাহলে ম্যাচটা নাগালের বাইরে চলে যাবে। আর ১২ ওভার পর নতুন বল পাবো। আমাদের ধাপে ধাপে আগাতে হবে। তাঁদের দ্রুত অলআউট করতে হবে, এখনো ম্যাচের অনেক সময় বাকি।”

    সিকান্দার রাজাকেও কৃতিত্ব দিতে ভোলেননি নিক, “সিকান্দার রাজা দারুণ খেলেছে। পিটার মুর ও ম্যালকিমি. ওয়ালারও তাঁকে ভালো সঙ্গ দিয়েছে। কঠিন পরিস্থিতি থেকে যেভাবে তারা দলকে ভালো অবস্থানে নিয়েছেন, সেটা প্রশংসার দাবিদার। আমাদের ছেলেরাও ভালো খেলেছে, বিশেষ করে ফিল্ডিংটা দুর্দান্ত ছিল। তারা ধৈর্য হারায়নি, এটাই আসল কথা।”