• শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
  • " />

     

    এরভিনে প্রতিরোধ জিম্বাবুয়ের

    এরভিনে প্রতিরোধ জিম্বাবুয়ের    

    কলম্বো টেস্ট 
    প্রথম দিনশেষে
    জিম্বাবুয়ে ৩৪৪/৮ (এরভিন ১৫১*, হেরাথ ৪/১০৬)


    নতুন অধিনায়ক শ্রীলঙ্কার। নতুন একটা টেস্ট। কিন্তু শ্রীলঙ্কার মাটিতে এ জিম্বাবুয়ে দলটাও যে নতুন! ক্রেইগ এরভিনের অসাধারণ ‘ড্যাডি সেঞ্চুরি’তে দিনশেষে তৃপ্তিতে তো জিম্বাবুয়েই! 

    অথচ টসে জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ধুঁকতে শুরু করেছে প্রথম সেশনেই। লাঞ্চের আগেই বিদায় নিয়েছেন মাসাকাদজা, চাকাভা, মুসাকানদা, উইলিয়ামস। হেরাথের ড্রিফট করা আর্ম বলে বোল্ড হয়েছিলেন চাকাভা, জিম্বাবুয়ের সকালের দুর্দশার শুরু তখন থেকেই। হেরাথের ফ্লাইট আর ড্রিফটে বোকা বনেছেন মাসাকাদজাও, শর্ট লেগে দিয়েছেন ক্যাচ। আরেকটা দিন, আরেকবার ভয়ংকর হেরাথ! 

    মুসাকানদার উইকেটটা শ্রীলঙ্কা পেল রিভিউ নিয়ে, কুমারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। উইলিয়ামসকে নিয়ে লড়াইটা শুরু করেছিলেন এরভিন, টপ-এজে ক্যাচ দিয়ে তাকে হতাশ করেছেন উইলিয়ামস। 

    লাঞ্চের পর যোগ্য সঙ্গ পেলেন এরভিন, সিকান্দার রাজার কাছে। ৮৪ রানের জুটি তার সঙ্গে। সিকান্দারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেললেন হেরাথ, আরেকবার শুধু সঙ্গীর চলে যাওয়া দেখলেন এরভিন। তবে ততক্ষণে ইনিংস মেরামতের কাজের হাত দিয়েছেন ভালভাবেই। 

    মুর এলেন, এরভিনের সঙ্গে জুটি গড়লেন ৪১ রানের। চা বিরতির মিনিট পনের আগে ফিরলেন তিনি, এরভিন চা-বিরতিতে গেলেন ৮৪ রানে। তার নতুন সঙ্গী ওয়ালার। 

    সবচেয়ে দ্রুতগতির জুটি আজকের দিনে, ৩৯ বলে ৪ ছয়ে ৩৬ রান করা ওয়ালারের অবদানই তাতে বেশি। যার অবদান একটু কম, সেই এরভিন সেঞ্চুরিটা পূর্ণ করলেন হেরাথের বলে সিঙ্গেল নিয়ে। ব্যাটিং অনুকূল উইকেটে তিনি সতীর্থদের মতো নড়বড়ে ছিলেন না, ছিলেন পাথর-কঠিন, সুযোগও দেননি সেভাবে! 

    ওয়ালারে বোল্ড হয়েছেন হেরাথের বলে। এরপর অধিনায়ক ক্রেমারও ফিরেছেন তাড়াতাড়ি, গুনারত্নের বলে বোল্ড হয়ে। দিনের শেষ প্রতিরোধে এরভিন সঙ্গী হিসেবে পেলেন ডোনাল্ড ট্রিপানোকে। 

    ১৩ চার ও ১ ছয়ে এরভিন অপরাজিত আছেন ১৫১ রানে। সঙ্গী ট্রিপানো ২৪ রানে, দিন শেষ করেছেন হেরাথকে চার মেরে। 

    দিনশেষেও ট্রিপানো যেন এরভিনদের বার্তাটাই দিয়ে গেলেন আবার, এ জিম্বাবুয়ে লড়াই করতে জানে টেস্টেও!