তিনদিনের ম্যাচেও জয় পেল এইচপি
বিসিবি এইচপিঃ ৩১২/৬ ডিক্লে. ওভারঃ ৯০; (শুক্কুর ১০৪*, মারুফ ৮৭, সাইফ উদ্দিন ২৭; বিংক্স ৩/৪৭, গ্রেগরি ২/৩০)
এনটি আমন্ত্রিত একাদশঃ ৩৫২/৭ ডিক্লে. ওভারঃ ৯০ (ডিকম্যান ১০২*, হ্যাকেনি ৯৭, ডয়েল ৪৬; হায়দার ২/২৯, নিহাদুজ্জামান ১/৩২)
বিসিবি এইচপিঃ ২২৯/১০
এনটি আমন্ত্রিত একাদশঃ ১৬৮/১০
ফলাফলঃ বিসিবি এইচপি ২১ রানে জয়ী।
ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচে জয় পেলেও তিনদিনের ম্যাচে গতকাল পর্যন্তও এগিয়ে ছিল এনটি আমন্ত্রিত একাদশ। কিন্তু আজ নাটকীয় এক দিনে একমাত্র তিনদিনের ম্যাচও জিতে নিয়েছে বাংলাদেশ এইচপি। শেষ দিনে আমন্ত্রিত এনটি একাদশকে ২১ রানে হারিয়েছে তারা।
৩১৬ রান নিয়ে আজ দিন শুরু করেছিল এনটি। আগের দিনের সঙ্গে ৩৬ রান যোগ করে আজ ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। এরপর বিসিবি এইচপি ব্যাট করতে নেমে অলআউট হয়ে যায় ২২৯ রানে। ১৯০ রানের লক্ষ্য তাড়া করে এনটি একাদশ অলআউট হয়ে যায় ১৬৮ রানেই। প্রথম দিনে ৩১২ রান করে ইনিংস ঘোষণা করেছিল বিসিবি এইচপি।