'ইংলিশ ব্যাটসম্যানরা টেস্টকে যথেষ্ট ‘সম্মান’ দেখাচ্ছে না'
মাত্র ৩৭ রানেই পড়েছে শেষ ৬ উইকেট। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের এই বিপর্যয় দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে বসিয়েছে। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলছেন, ইংলিশ ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেটকে যথেষ্ট ‘সম্মান’ দেখাচ্ছেন না।
ভন বলছেন, গতকাল ইংল্যান্ডের মিডল অর্ডার ধৈর্যের পরিচয় দিতে পারেনি, “ইংল্যান্ডের ব্যাটিং একেবারেই সাদামাটা ছিল। আমার মনে হয় তারা টেস্টকে সম্মান দেখাচ্ছে না। তাঁদের ব্যাটিং দেখে মনে হয়েছে তারা টি-টোয়েন্টি খেলছে। তারা শুধু আক্রমণাত্মক ব্যাটিংই করে যাচ্ছিল। তারা আর কিছু ভাবেনি। বোলার কী ভাবছে সেটাও চিন্তা করতে হবে ব্যাটসম্যানকে।”
ইংল্যান্ডের এরকম ব্যাটিংয়ে কিছুটা উদ্বিগ্ন ভন, “লম্বা ইনিংস খেলার জন্য যে ধৈর্য এবং কৌশল রাখতে হয় সেটাই হচ্ছে না। এতা চিন্তার বিষয়। দল মাঝে মাঝেই এরকম ব্যাটিং বিপর্যয়ে পরে। দক্ষিণ আফ্রিকা কীভাবে ব্যাট করেছে এটা তাঁদের দেখা উচিত। ইংলিশ ব্যাটসম্যানরা বলের জন্য অপেক্ষা না করে আগেই শট খেলেছে। দলের ব্যাটসম্যানদের মানসিকতা নিয়েই আমার দুশ্চিন্তা হচ্ছে।”