• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    ছয়েই ব্যাট করতে চান নাসির

    ছয়েই ব্যাট করতে চান নাসির    

    জাতীয় দলে আর থিতু নন, সেটা অনেক দিন থেকেই। তবে সর্বশেষ স্মৃতিটা অনেক দিন মনে রাখার মতোই, ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের সাক্ষীও ছিলেন নাসির হোসেন। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পাননি, তবে তার আগে প্রিমিয়ার লিগে ব্যাট ভালোমতোই হেসেছে। সামনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ, তার আগে ফিটনেস ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন নাসিরও। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে জানিয়ে রেখেছেন, জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য নিজের সাধ্যমতোই চেষ্টা করছেন। ছয় নম্বরে ব্যাট করতে চান, সেটাও জানিয়ে রাখলেন।

    সর্বশেষ দুই বছরে পাঁচটি ওয়ানডে খেলেছেন নাসির। বাংলাদেশ জয় পেয়েছে এর চারটিতেই। অস্ট্রেলিয়া সফরে অবশ্য ওয়ানডে নেই, সেটির জন্য অপেক্ষা করতে হবে অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত। নাসিরের সর্বশেষ টেস্ট খেলার অভিজ্ঞতাও দুই বছর আগের। জানালেন, দলে ফেরার জন্য এখন সম্ভাব্য সবকিছুই করছেন, ‘আমি অনুশীলন করছি দলের সাথে এখন এটাই আমার সবচেয়ে বড় কাজ। দলে ফেরার জন্য আমি সবটুকু দিয়েই অনুশীলন নেই। কিন্তু সবকিছু তো আমার হাতে নেই। আমার করণীয় যেটা সেটা আমি করছি।’

    কিন্তু নিজেকে কী ভূমিকায় দেখতে চান নাসির? প্রিমিয়ার লিগে চারে ব্যাট করেই পেয়েছেন সাফল্য, ৪০০র বেশি রান করে আউট হয়েছেন মাত্র দুই বার। নাসির জানালেন, ছয়েই ব্যাট করতে চান, ‘আমি মনে করি আমার জন্য জাতীয় দলের সেরা ব্যাটিং পজিশন ছয় নম্বর। প্রিমিয়ার লিগে আগে ব্যাটিং করি, ওখানে ছয়ে ব্যাটিং করলে বড় কিছু করার সুযোগ থাকে না।‘

    কিন্তু ছয় নম্বরের জন্য এখন মাহমুদউল্লাহ রিয়াদই প্রথম পছন্দ। আর মোসাদ্দেক হোসেনও এখন অনেকটাই থিতু। নাসির অবশ্য অন্যদের নিয়ে চিন্তা করছেন না,  'আমি মনে করি না জাতীয় দলে কেউ কারও প্রতিদ্বন্দ্বী। দোয়া করি যেন জাতীয় দলে যারা আছে তারা যেন আরও ভালো খেলে। জাতীয় দলের জায়গা সবার জন্য এবং সব সময় উন্মুক্ত থাকবে। ভালো খেললে সুযোগ অবশ্যই আসবে।’