• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'বদনামটাও' মেনে নেওয়ার জন্য তৈরি নাসির

    'বদনামটাও' মেনে নেওয়ার জন্য তৈরি নাসির    

    গত কয়েক বছরে দলে না থেকেও বাংলাদেশের ক্রিকেটে তাঁকে নিয়েই খুব সম্ভবত সবচেয়ে বেশি কথা হয়। নাসির হোসেকে দলে ফেরানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমও কম উত্তপ্ত থাকেনি। তবে বাংলাদেশ দলের এই অলরাউন্ডার জানেন, জনপ্রিয়তা হচ্ছে দুধারী তলোয়ারের মতো। এখন মুদ্রার একটা পিঠ দেখতে পেলেও অন্য দিকটাও যে দেখতে হতে পারে, সেটা মেনে নেওয়ার আভাসও দিয়ে রাখলেন আজ।

    ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরেই কথা বলছে তাঁর ব্যাট। কিন্তু জাতীয় দলে জায়গা হারিয়ে ফেলেছেন অনেক আগেই। গত ইংল্যান্ড সিরিজে একরকম গণদাবির মুখেই তাঁকে দলে ফিরিয়ে আনা হয়েছিল। নাসির মানুষের সেই ভালোবাসা মাথা পেতে নিচ্ছেন, ‘আমি জানিনা কেন মানুষ আমাকে ভালোবাসে। এটা মানুষের কাছ থেকে আমার বড় পাওয়া। এ জিনিসটা সবাই পায় না। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তারা আমার উপরে যে বিশ্বাস রাখে, অনেক আশা করে আমি চেষ্টা করব সেই বিশ্বাস ও আশাটা রাখার জন্য। সেটাই করার জন্য এ অনুশীলন ক্যাম্প, ফিটনেস ক্যাম্প। ’

    তবে এটা মুদ্রার একটা পিঠ। নাসির জানেন, জায়গা পেয়ে নিজেকে প্রমাণ করতে না পারলে আবার সবাই ছুঁড়ে ফেলবে মাটিতে। তাঁকে নিয়ে কিছু অভিযোগ আছে, সেই প্রশ্নও উঠল। নিজেই সেটা মানলেন, ‘যাদের নাম হয় তাদের বদনামও হয়। এটা সত্য কথা। আপনি আমাকে এক চোখে দেখবেন আরেকজন আমাকে আরেক চোখে দেখবে। আমার চোখ দিয়ে তো আমি সবাইকে এক চোখে দেখতে পারব না।’

    কিন্তু তাঁকে নিয়ে ফেসবুক আর গণমাধ্যমে এই আলোচনাটা কীভাবে দেখেন? নাসির ব্যাপারটা এড়িয়েই গেলেন, ‘সত্যি বলতে আমি পেপার পড়ি না। ফেসবুক থাকা না থাকা একই কথা। এখানে তো সবার ব্যক্তিগত খবরই শুধু। আপনি যখন খেলাধুলা করেন তখন এসব আপনার মাথায় থাকে না। খেলার বাইরে মাঝে মাঝে আসে কথাগুলো। খেলার মধ্যে এসব জিনিস আসে না।’