উপমহাদেশের কেউই হচ্ছেন স্পিন কোচ?
অনেক দিন ধরেই হন্যে হয়ে একজন স্পিন কোচ খুঁজছে বিসিবি। সেই ফেব্রুয়ারি থেকে সুনীল জোশির সঙ্গে কথা হয়েছিল, কিন্তু সেই নিয়োগও আর হয়নি। এরপর পল অ্যাডামসসহ আরও অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এবার বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, অস্ট্রেলিয়া সিরিজের আগেই একজন স্পিন কোচ আনার ব্যাপারে চেষ্টা করছে বিসিবি। আভাস দিলেন, দায়িত্বটা পেতে পারেন উপমহাদেশের কেউই।
রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর এখনো পূর্ণকালীন স্পিন কোচ পায়নি বিসিবি। মূল বোলিং হিসেবে কোর্টনি ওয়ালশ থাকলেও মিরাজ-সাকিবদের জন্য একজন স্পিন কোচও খোঁজা হচ্ছে। আকরাম খান স্বীকার করলেন, এই নিয়োগটা এখন জরুরিই হয়ে পড়েছে, ‘জরুরি তো অনেক আগে থেকেই ছিল, আমরা কয়েক জনকে চেষ্টাও করেছি। কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি ছিল বলে আনতে পারিনি। াশা করছি, এবার আর তেমন কিছু হবে না। চেষ্টা করছি, অস্ট্রেলিয়া সিরিজের আগেই আনার।’
সেই দায়ত্ব যে উপমহাদেশের কেউই পাবে, সেই আভাসও দিয়েছেন, আমরা চেষ্টা করছি এশিয়ার, বিশেষ করে উপমহাদেশের কাউকেই আনার। আমাদের জন্য সেটাই বোধ হয় ভালো হবে। এশিয়ান কোচ দিয়ে আমাদের ফলও ভালো হয়েছে, সেটাও একটা প্রমাণ। ওদের সংস্কৃতি বা সবকিছুর সঙ্গে আমাদের মিল আছে।’ খুব হাই-প্রীফাইল কাউকে করা হবে না, সেই আভাসও দিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, ‘অভিজ্ঞতা আছে, ক্যারিয়ার যাদের ভালো, কাজ কেমন এসব বিবেচনা করা হচ্ছে। আমরা শুধু নামের দিকে তাকাচ্ছি না। অনেক কোচ আছে যাদের ক্যারিয়ার ভালো না, কিন্তু কোচ হিসেবে ভালো, তাদের নাম আমাদের মাথায় আছে।’