• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    সাকিব সেরে উঠছেন, রুবেলের জন্য অপেক্ষা

    সাকিব সেরে উঠছেন, রুবেলের জন্য অপেক্ষা    

    দুই দিন আগে অনুশীলন শেষেই দেখা গিয়েছিল দৃশ্যটা।  খুঁড়িয়ে খুঁড়িয়েই মাঠ ছাড়ছেন সাকিব আল হাসান। বোঝাই যাচ্ছিল, পায়ে চোট পেয়েছেন। তবে আজ বিসিবির সহকারী ফিজিও মনিরুল আমিন হাওলাদার আশ্বস্ত করেছেন, সাকিবের চোট গুরুতর কিছু নয়। এর মধ্যেই হালকা অনুশীলন শুরু করেছেন, দশ দিনের মধ্যেই পুরোপুরি দলের সঙ্গে যোগ দেবেন।

    সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দুই দিন আগেই চোট পেয়েছিলেন অ্যাঙ্কেলে। খুব বেশি গুরুতর নয় চোট, সাকিব এর মধ্যেই হালকা অনুশীলন চালিয়ে গেছেন। আজ বিসিবির সহকারী ফিজিও নিশ্চিত করেছেন, দশ দিনের মধ্যেই পুরোপুরি অনুশীলনে ফিরবেন, ‘সাকিব ১৪ জুলাই বাঁ অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছে। এটা  গ্রেড ওয়ান চোট, বড় কিছু নয়। সাধারণ একটা চোট। সাকিব এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছে। আর কয়েক দিনের মধ্যে সে অনুশীলন (আপার বডি এক্সারসাইজ ও লোয়ার বডি সাইক্লিং) শুরু করবে। পুরোদমে সেরে উঠতে দশ দিন লাগবে।'

    সাকিবের মতো রুবেলও কিছুটা অদ্ভুতভাবেই চোট পেয়েছিলেন। দরজার সঙ্গে ধাক্কা লেগে কেটে গিয়েছিল থুতনির কিছুটা অংশ। আর দুই সপ্তাহের মধ্যে রুবেলও অনুশীলনে ফিরবেন বলে আশাবাদী সহকারী ফিজিও, ‘রুবেলের সার্জারি হয়ে গেছে। চার সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে, এরপর আস্তে আস্তে তাঁর পুনর্বাসন শুরু হবে। ছয় সপ্তাহ পর সে সবকিছু শুরু করতে পারবে। ৫ আগস্টের পরেই সে দলের সঙ্গে যোগ দেবে বলে আমরা আশাবাদী।’ সবকিছু ঠিকঠাক থাকলে তাই অস্ট্রেলিয়া সিরিজের আগেই দুজন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।