ক্যালিস হওয়ার পথে ফিল্যান্ডার
ব্যাট হাতে দলের লেজকে নিয়ে বুক চিতিয়ে লড়েছেন। বোলিংয়ের সময়ও তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। ভার্নন ফিল্যান্ডারের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে ৩৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ফাফ ডু প্লেসি বলছেন, ফিল্যান্ডার ধীরে ধীরে জ্যাক ক্যালিসের মতো হয়ে উঠছেন!
দুই ইনিংস মিলিয়ে করেছেন ৯৬ রান, নিয়েছেন ৫ উইকেট। ম্যাচসেরার পুরস্কারটাও গেছে ফিল্যান্ডারের হাতেই। ডু প্লেসি মনে করেন, তার এরকম পারফরম্যান্স ক্যালিসের কথাই মনে করিয়ে দিচ্ছে, “সে যেভাবে ব্যাট করছে, আমার তো মনে হয় সে নতুন ক্যালিস হয়ে উঠছে! আমরা তাঁকে নিয়ে মাঝে মাঝেই মজা করি। তার ব্যাটিং কৌশলও ক্যালিসের মতো। সে দারুণ একজন ক্রিকেটার। মাঠে কঠিন পরিস্থিতি দারুণভাবে সামাল দিতে পারার বিশেষ ক্ষমতা আছে তার।”
তবে ক্যালিসের সাথে তুলনা করার মতো কিছুই করেননি বলে জানান ফিল্যান্ডার, “আসলে ব্যাটিংয়ের সময় বাড়তি একটা প্রত্যাশা থাকে আমার ওপরে। ৭ নম্বরে ব্যাট করতে নামি এখন, চেষ্টা করি ব্যাটিং কৌশলকে কাজে লাগিয়ে কিছু রান যোগ করার। ডু প্লেসি একটু বাড়িয়েই বলছে। ক্যালিসের ধারেকাছেও আমি নেই!”