• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়া বেশি কঠিন হবে'

    'ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়া বেশি কঠিন হবে'    

    বাংলাদেশ দলের সঙ্গে তাঁর সম্পর্কটা অনেকটা এই মেঘ- এই রোদ্দুরের মতো। সাদা পোশাকে মুমিনুল দলের অঙ্গানি অংশই, আর রঙিন পোশাকে তিনি হয়ে পড়েন ব্রাত্য। বাংলাদেশ দলের এই বাঁহাতি ব্যাটসম্যান অবশ্য এই ব্যাপারগুলো একদিকে সরিয়ে রাখছেন। বরং তাকিয়ে আছেন সামনের অস্ট্রেলিয়া সিরিজের দিকে। আজ মিরপুরে অনুশীলন শেষে বলেছেন, ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়া বেশি কঠিন প্রতিপক্ষ হবে।

    গত বছরেই বাংলাদেশে খেলে গিয়েছিল ইংল্যান্ড। মুমিনুল সেই সফরে দুই টেস্টই খেলেছিলেন। এরপর নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কা সফরে হঠাৎ প্রশ্ন উঠে যায় তাঁকে নিয়ে। শততম টেস্টে জায়গাও হারিয়ে ফেলেন। এরপর আর টেস্ট খেলেনি বাংলাদেশ, অস্ট্রেলিয়া সফরে প্রথম একাদশে থাকবে কি না, সেই প্রশ্নের উত্তরও এখন দেওয়া মুশকিল। তবে মুমিনুল ইংল্যান্ডের চেয়ে অসিদেরই বেশি এগিয়ে রাখছেন, ‘আমাদের এখানে আসার আগে ইংল্যান্দ কিন্তু ভারতে খেলেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া এখানে আসার আগে ভারতে খেলে গেছে, ভালোও করেছে। আমার ধারণা ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়াই হবে বেশি কঠিন প্রতিপক্ষ।’

    টেস্টে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন সেই তিন বছর আগে। এরপর চারটি ফিফটি পেলেও আর তিন অঙ্কের দেখা পাননি। মুনিনুল নিজেও মানলেন, ভালো শুরুর পর ইনিংস লম্বা করতে হবে, ‘টেস্টে ৫০-৬০ রান করলে সেটা আসলে ঠিক নিরাপদ হয় না। ১০০-১২০ করলে তখন তা নিরাপদ বলা যায়। আমি চেষ্টা করছি, বড় ইনিংস খেলার।’