• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করতে চান সাইফ উদ্দিন

    ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করতে চান সাইফ উদ্দিন    

    অনেক দিন ধরেই একজন পেস বোলিং অলরাউন্ডারের জন্য হন্যে হয়ে খুঁজছে বাংলাদেশ। গত কিছু দিনে সেই সম্ভাবনার কিছুটা দেখা গেছে মোহাম্মদ সাইফ উদ্দিনের মাঝে। বলে নিজের সামর্থ্য দেখিয়েছেন আগেই। এবার জানালেন, সুযোগ পেলে ব্যাটিংয়েও নিজেকে প্রমাণ করতে চান।

    নিজের ব্যাটিং সামর্থ্যের কিছুটা প্রমাণ সাইফ উদ্দিন দেখিয়েছিলেন ইমার্জিং কাপে। শেষ দিকে নেমে বাংলাদেশকে একটা ম্যাচে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন। এরপর বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হলেও ব্যাট হাতে খুব একটা সুযোগ পাননি। তবে ব্যাট হাতে যে অনেকদূর যাওয়ার সামর্থ্য আছে, তার আরও একটু প্রমাণ দেখিয়েছেন সদ্যসমাপ্ত এইচপির অস্ট্রেলিয়া সফরে। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে পাঁচে নেমে করেছিলেন সেঞ্চুরি। সাইফ উদ্দিন জানালেন, সুযোগ পেলে ব্যাটিংয়েও বড় কিছু করতে চান।

    ওই ম্যাচে সাইফ যখন নেমেছিলেন, এইচপি দল দ্রুত হারিয়ে বসেছে তিন উইকেট। পাঁচে নেমে পরিস্থিতির দাবি মেটানো ইনিংসই খেলেছেন, ‘অবশ্যই, সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাই না। প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়েছি, কিন্তু মাত্র দুই তিন ওভার বাকি ছিল।  সেজন্য বড় কিছু করতে পারিনি। পরের ম্যাচে যখন একটু আগে ব্যাট করেছি, তখন চেষ্টা করেছি একটু ধরে খেলার। পাঁচে নামার পর মনে হয়েছিল, নিজের কিছু করতে হবে। এদিকে আমাদের দ্রুত কিছু উইকেট চলে গিয়েছিল, চেষ্টা করেছি দলের জন্য কিছু করার।’

    কিন্তু নিজেকে আসলে কত নাম্বারে দেখতে চান এই তরুণ অলরাউন্ডার? নিজের চেয়ে দলের দাবিটাই তাঁর কাছে বড়, 'ছোট বেলায় এইজ লেভেলে পাঁচ বা ছয়ে ব্যাট করেছি, কিন্তু জাতীয় দলে পরিস্থিতির কারনে সাত বা আটে করতে হয়েছে। টিম ম্যানেজমেন্ট আমাকে যেখানে খেলাবে, সেখানেই ভালো করার চেষ্টা করন। যেহেতু আমি অলরাউন্ডার, চেষ্টা করেছি যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার। যে কোনো পরিস্থিতিতে যাতে ভালো করতে পারি।’