• " />

     

    ব্যাট বদলাতে হবে ধোনিকে?

    ব্যাট বদলাতে হবে ধোনিকে?    

    গত মার্চেই সিদ্ধান্ত হয়েছিল, বদলে যাচ্ছে ক্রিকেট ব্যাটের মাপ। ব্যাটসম্যানদের জন্য ব্যাটের নতুন মাপ নির্ধারণ করে দিয়েছে আইসিসির কমিটি। তবে এই নতুন নিয়মে খানিকটা বিপাকে পড়েছেন ধোনি। আগামী অক্টোবর থেকে পুরনো সব ব্যাট বদলাতে হবে তাঁকে।

     

    এমসিসির প্রস্তাব অনুযায়ী, ১ অক্টোবর থেকে ব্যাটের মাপ হতে হবে ১০৮ মিলিমিটার চওড়া, ৬৭ মিলিমিটার পুরু এবং কোনার দিকে ৪০ মিলিমিটার। ব্যাটের আকৃতি পরিমাপ করার জন্য আম্পায়ারদের কাছে ‘ব্যাট গজ’ নামের যন্ত্র থাকবে। তবে ধোনির ব্যাটের কোনা ৪৫ মিলিমিটার। ফলে আগামী অক্টোবরের আগেই তাঁকে নিজের সব ব্যাট নতুন করে মাপে আনতে হবে। তাঁর ব্যাটের ওজন প্রায় ১৩০০ গ্রামের মতো। কোনার আকৃতি পরিবর্তনের সাথে সাথে এটাও কমতে পারে। 

    শুধু ধোনি নন, নতুন নিয়মে ব্যাট বদলাতে হবে ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, কাইরন পোলার্ডদেরও। পোলার্ড অবশ্য এবারের আইপিএল থেকেই নতুন মাপের ব্যাট নিয়ে খেলা শুরু করেছেন। তাঁর মতে, ব্যাট যেহেতু বদলাতেই হবে, তাই অক্টোবর পর্যন্ত অপেক্ষা করে আর কী লাভ! তাঁর আগের ব্যাটের মত গেইলের ব্যাটের কোনাও প্রায় ৫০ মিলিমিটার।

     

    এদিকে ধোনিতে ব্যাট বদলাতে হলেও এই হ্যাপা থেকে বেঁচে যাচ্ছেন কোহলি, স্মিথ, ডি ভিলিয়ার্স, রুটরা। তারা সবাই  ব্যাটের কোনাকে ৪০ মিলিমিটারের নিচেই রাখেন।