• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'তিন-চার ম্যাচ দিয়ে একজন খেলোয়াড়কে যাচাই করা ঠিক নয়'

    'তিন-চার ম্যাচ দিয়ে একজন খেলোয়াড়কে যাচাই করা ঠিক নয়'    

    জাতীয় দলে খেলছেন বেশ কিছুদিন থেকে, তিনে ব্যাটিং অর্ডারে এখনো পুরোপুরি থিতু হতে পারেননি। গত বেশ কিছু দিন ধরে তিনেই ব্যাট করছেন, কিন্তু খুব বড় কিছু করতে পারেননি সাব্বির রহমান। চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম দুই ম্যাচ ছয়েই ব্যাট করেছিলেন, পরে আবার উঠে এসেছিলেন তিনে। কিন্তু কোনোবারই খুব বেশি কিছু করতে পারেননি। এবার সাব্বির বলছেন, তিন-চার ম্যাচের পারফরম্যান্স দিয়েই একজন খেলোয়াড়কে যাচাই করা ঠিক নয়।

    চ্যাম্পিয়নস ট্রফিটা সাব্বিরের জন্য ভুলে যাওয়ার মতোই কেটেছে। চার ম্যাচে করেছেন মোট ৫৯ রান, সর্বোচ্চ ২৪। এর মধ্যে অবশ্য ওয়ানডে সিরিজ নেই, তবে সাব্বির চেষ্টা করছেন ওই সময়ের ভুল শোধরানোর জন্য, ‘আমার জাতীয় দলের ক্রিকেট ক্যারিয়ার তিন বছর। চ্যাম্পিয়নস ট্রফিতে তিন চারটি ম্যাচ হয়েছে, যেখানে আমি ভালো খেলতে পারিনি। এর আগে আমি দেশে ও দেশের বাইরে যে সিরিজগুলো খেলেছি, আমার মনে হয় ভালোই খেলেছি। তিন চারটি ম্যাচ দিয়ে একজন খেলোয়াড়কে যাচাই করা ঠিক নয়। আমি চেষ্টা করছি, ফিরে আসার, ভুল শুদ্ধ করার।’

    তবে ওই ব্যর্থতা যে তাঁকে এখনো পোড়ায় সেটিও স্বীকার করে নিলেন, ‘আমি এখন যেকোনো ম্যাচ খেলার জন্যই মরিয়া। গত তিন-চার ম্যাচ ভালো খেলতে পারিনি ব্যাপারটা আসলে আমাকে খোঁচা দেয়, মনটাও খারাপ হয়।’

    অবশ্য খুব শিগগিরই নামার সুযোগ পাচ্ছেন না, সামনের মাসে অস্ট্রেলিয়া সিরিজের জন্য অপেক্ষা করতে হবে। সাদা পোশাকেও এখনো নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। তবে সাব্বির এটাকে বাড়তি কোনো চাপ মনে করছেন না, এই স্টেজে তিনটা ফরম্যাটেই চ্যালেঞ্জ। বেশি চ্যালেঞ্জ মনে করলেই আসলে প্রেশার মনে হবে। লাল বা সাদা, যে বলেই খেলা হোক, বল চুজ করতে পারলে যে কোনো সময়েই ভালো খেলতে পারব।

    নিজের ব্যাটিং পজিশন নিয়েও আলাদা কোনো ভাবনা থাকলেও সেটি বলতে চাইলেন না সাব্বির। জানালেন, নিজের খেলার ধরনটাও বদলাবেন না, ‘কোচ বা দল যেখানে চাইবে, সেখানেই আমি খেলার জন্য তৈরি। তবে আমি খেলার ধরণ চেঞ্জ করব না, এভাবে খেলেই আমি গত দুই বা আড়াই বছর সাফল্য পেয়েছি। আমি খেলার ধরণটা কেন চেঞ্জ করব?’