• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    চান্ডিমালের জায়গায় অধিনায়ক হেরাথ

    চান্ডিমালের জায়গায় অধিনায়ক হেরাথ    

    ভারতের সঙ্গে প্রথম টেস্ট খেলতে পারবেন না শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্ডিমাল। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি, নেতৃত্ব দেবেন স্পিনার রঙ্গনা হেরাথ। 

    জিম্বাবুয়ের সঙ্গে টেস্টের শেষদিনই অসুস্থ বোধ করেন চান্ডিমাল, নেয়া হয় হাসপাতালে। তবে টিম ম্যানেজমেন্ট ভাবতে পারেননি, নিউমোনিয়ার মতো মারাত্মক কিছু হবে সেটা। রক্ত পরীক্ষার পর ডাক্তাররা বলেছেন, প্রথম টেস্ট তিনি খেলতে পারবেন না, এটা নিশ্চিত। পরের টেস্টে খেলা হবে কিনা, সেটা পরবর্তী শারীরিক পরীক্ষার পর জানাতে পারবেন তারা। 

    জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্টের আগেই অধিনায়কত্ব পেয়েছেন চান্ডিমাল। ওয়ানডে সিরিজ হারের পর সেটা ছেড়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। হেরাথের অধিনায়কত্বের অভিজ্ঞতা ওই ম্যাথিউসের চোটের কারণেই। এ বছর জিম্বাবুয়ের সঙ্গে জেতা সিরিজ ও বাংলাদেশের সঙ্গে ড্র সিরিজে অধিনায়ক ছিলেন হেরাথ। 

    তবে চান্ডিমালের চোটের সঙ্গে সুখবরও পেয়েছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের সঙ্গে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ম্যাচসেরা আসেলা গুনারত্নে সেরে উঠেছেন। দলে ফিরছেন সেই টেস্ট খেলতে না পারা পেসার নুয়ান প্রদীপও। তাঁরও হ্যামস্ট্রিংয়েই চোট ছিল। 

    ভারতের সঙ্গে গলে ২৬ তারিখ থেকে শুরু হবে শ্রীলঙ্কার প্রথম টেস্ট। ভারত এখন বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে খেলছে প্রস্তুতি ম্যাচ।