পদত্যাগ করলেন শ্রীলংকার নির্বাচকরা
একের পর এক পরাজয়ে টালমাটাল লংকান ক্রিকেট। ক্রিকেটারদের পাশাপাশি সমানভাবে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন নির্বাচকরাও। এবার ভারতের বিপক্ষে সিরিজ পরাজয়ের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন জয়সুরিয়াসহ পুরো নির্বাচক কমিটি।
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট পরাজয়, চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা, জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হার; সবকিছু মিলিয়ে ভালোই চাপে আছে শ্রীলংকা। সাবেক অধিনায়ক রানাতুঙ্গা তো বেশ কয়েকবারই মুখ খুলেছেন নির্বাচকদের নিয়ে। সাবেকদের পাশাপাশি লংকান ভক্তদের ধৈর্যের বাঁধটাও ভেঙ্গেছে গত দুই ওয়ানডেতে।
এরকম অবস্থায় শ্রীলংকার ক্রীড়া মন্ত্রণালয় দিয়েছে নির্বাচকদের সরে দাঁড়ানোর ঘোষণা, “শ্রীলংকার প্রধান নির্বাচক জয়সুরিয়া, রণজিৎ মাদুরাসিংহে, রমেশ কালুভিথারানা, আসাঙ্কা গুরুসিনহা ও এরিক উপাশান্থা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়সেকারার কাছে তাদের চিঠি পৌঁছেছে। ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব শেষ হবে।”
দলের অন্যতম নির্বাচক গুরুসিনহা বলছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের সরে দাঁড়ানোর বিকল্প ছিল না, “পদত্যাগ করার কারণটা একবারেই পরিষ্কার। দলের এরকম পরাজয়ের দায় আমরা এড়াতে পাড়ি না। নতুন নির্বাচকদের জায়গা করে দিতে হবে। আমাদের কোনো বিকল্প রাস্তা জানা ছিল না। আশা করি দল আবারো ভালো অবস্থানে যাবে।”