কোহলির কাছেই হারল শ্রীলংকা
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা ১৭০/৭ ( মুনাওয়েরা ৫৩, চাহাল ৩/৪৩)
ভারত ১৯.২ ওভারে ১৭৪/৩ ( কোহলি ৮২)
ফলাফল- ভারত ৭ উইকেটে জয়ী
টেস্ট কিংবা ওয়ানডে, দুই সিরিজের ৮ ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখার সৌভাগ্য হয়নি। একমাত্র টি-টোয়েন্টি জিতে সেই ‘ক্ষতে’ কিছুটা হলেও প্রলেপ দিতে চেয়েছিল লংকানরা। কিন্তু শেষ ওয়ানডের মতো এবারো কোহলির কাছেই হেরে গেলো থারাঙ্গার দল। সাত উইকেটের জয় দিয়েই সফর শেষ করল ভারত।
১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি ভারতের। ৪২ রানের মাথায় দুই ওপেনার ফিরলে কিছুটা চাপে পড়ে দল। সেখান থেকে একাই দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান কোহলি। মালিঙ্গা, ম্যাথিউসদের হতাশায় ডুবিয়ে ৩০ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি।
ফিফটির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে কোহলির ব্যাট। পুরো ইনিংসে রানিং বিটুইন দা উইকেটেও ছিলেন দুর্দান্ত। অন্য প্রান্তে মনিশ পান্ডেও পুরোটা সময় সমর্থন জুগিয়ে গেছেন ভালোভাবেই, হাফ সেঞ্চুরি করেছেন তিনিও।
মনে হচ্ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিটা পেয়েই যাবেন কোহলি। তবে সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতেই উদানার বলে ফেরেন। এটাই টি-টোয়েন্টিতে কোনো ভারতীয় অধিনায়কের করা সেরা স্কোর। ততক্ষণে অবশ্য ভারতের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। অপরাজিত থেকে বাকি কাজটা শেষ করেন পান্ডেই।
দিনের শুরুতে দিলশান মুনাওয়েরার ২৯ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৭০ রান তোলে শ্রীলংকা। শেষ পর্যন্ত এই স্কোর যথেষ্ট হয়নি। ফলে টানা ৯ ম্যাচেই ভারতের কাছে পরাজয়ের স্বাদ পেতে হল লংকানদের। ইতিহাসের প্রথম সফরকারী দল হিসেবে তিন ফরম্যাটের সিরিজে স্বাগতিক দেশের বিপক্ষে সবগুলো ম্যাচেই জয় পেলো কোহলিরা।