অস্ট্রেলিয়া সফর নিয়ে এখনো আশাবাদী বিসিবি
বেশ কিছু দিন ধরেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজের ওপর আনাগোনা করছে কালো মেঘ। বেতনভাতার সঙ্গে বোর্ডের জটিলতায় স্মিথরা কার্যত এখন বেকার, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে। সামনের মাসেই অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা, সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে বিসিবি আশাবাদী, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া আসবে।
মিরপুর স্টেডিয়ামে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। সফর চূড়ান্ত করার ব্যাপারে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কি না, সেটি প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তিনি বললেন, সফর বাতিলের কোনো প্রশ্ন এখনো ওঠেনি, ‘এ ধরনের কোনো যোগাযোগ আমাদের সাথে হয়নি। আজকে সকালেও আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমরা আশা করছি আগামী ২৫ তারিখ তাদের আসার কথা।’
নিজামউদ্দিন চৌধুরী বলছেন, অস্ট্রেলিয়ান চলমান সংকটের ব্যাপারে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না ,‘ বিসিবি অস্ট্রেলিয়াকে আতিথ্য দিতে তৈরি, সেভাবেই আমরা আয়োজন চালিয়ে যাচ্ছি। ক্রিকেট অস্ট্রেলিয়াও আমরা জানি, তাদের মতো প্রস্তুতি নিচ্ছে। এখন যা হচ্ছে সেটা ক্রিকেট অস্ট্রেলিয়ার আভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে বিসিবির পক্ষ থেকে কিছু বলা কঠিন।’
কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যদি না আসে? বিসিবি এখন পর্যন্ত বিকল্পও ভেবে রাখেনি, ‘এই সময় কারা ফাঁকা থাকবে সেটা এফটিপি দেখলে বুঝতে পারবে। এই সময়ে এটা নিয়ে আমাদের প্ল্যান নেই। আমরা এখনো অস্ট্রেলিয়ার কাছ থেকে কিছু শোনার অপেক্ষায় আছি।’
এর মধ্যে আবার নতুন করে শুরু হয়েছে অনিশ্চয়তা। অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসয়েশনের (এসিএ) প্রধান অ্যালিস্টার নিকলসনের একটা ইমেইল এসেছে সিডনি মর্নিং হেরাল্ডের কাছে। নিকলসন ক্রিকেট বোর্ডকে করা সেই মেইলে লিখেছেন, নতুন চুক্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হলেও খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে। সেই সময়ের মধ্যে বাংলাদেশ সফর তো দূরে থাক, অ্যাশেজের আয়োজনই হুমকিতে পড়ে যাবে। শেষ পর্যন্ত কী হবে, সেটার উত্তর বলে দেবে সময়ই।