'আক্রমণাত্মক ক্রিকেট খেলে কোনো ভুল করেননি ব্যাটসম্যানরা'
ট্রেন্ট ব্রিজে তাঁদের ব্যাটিং নিয়ে কম সমালোচনা হয়নি। মাইকেল ভন তো বলেই দিয়েছিলেন, ইংলিশ ব্যাটসম্যানরা টেস্টকে যথেষ্ট ‘সম্মান’ দেখাচ্ছেন না। এবার স্টুয়ার্ট ব্রড বললেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলে কোনো ভুল করেননি ব্যাটসম্যানরা।
মাত্র ৩৭ রানেই ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। ‘অতি আক্রমণাত্মক’ ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠায় খানিকটা অবাক হয়েছিলেন অধিনায়ক রুট। রুটের সাথে একমত ব্রডও, “আক্রমণাত্মক ক্রিকেট খেলেই আমাদের সেরা কিছু সাফল্য এসেছে। গত কয়েক বছরে বহুবার এরকম হয়েছে। সবসময় তো আর ফলাফল ব্যাটসম্যানদের পক্ষে যাবে না। সবসময় রক্ষণাত্মক ভঙ্গিতে খেললে হয় না, এটা বোঝা উচিত। রক্ষন ও আক্রমণের সমন্বয় থাকাটা জরুরী। সেবার ভাগ্য আমাদের পক্ষে ছিল না, এটায় তো আসলে কিছু করার নেই।”
তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড, “ এবারের সিরিজটা আমাকে ২০১৫ সালের অ্যাশেজের কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে খুব সহজেই হারিয়েছিলাম। দ্বিতীয় টেস্টে লর্ডসে বাজেভাবে হেরেছি। কিন্তু পরের দুই টেস্ট জিতেই সিরিজ জয় করেছিলাম। এবারো পরিস্থিতি একইরকম। দ্বিতীয় টেস্টের পর বেশ কিছুদিন সময় পেয়েছে সবাই, নিজেদের গুছিয়ে নিতে পারছে। পরের টেস্টে নতুন উদ্যমেই মাঠে নামবে ইংল্যান্ড।”