• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'মুস্তাফিজ ঠিক পথেই আছে'

    'মুস্তাফিজ ঠিক পথেই আছে'    

    গত কিছু দিন ধরেই বিসিবির একাডেমী মাঠে নিয়মিত হয়ে গেছে দৃশ্যটা। ধ্যানমগ্ন দ্রোণাচার্যের মতো শিষ্যদের নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। মাশরাফি, তাসকিন, শফিউল, রাব্বিসহ এবারের ক্যাম্পে আছেন বেশ কয়েকজন পেসারই। তবে এর মধ্যেও ওয়ালশের একটু আলাদা মনযোগ হয়তো অর্জুন মুস্তাফিজুর রহমানের ওপরেই ছিল। মুস্তাফিজকে নিয়ে গত সপ্তাহে আলাদা করে সময়ও কাটিয়েছেন। আজ মিরপুরে ওয়ালশ জানিয়েছেন, মুস্তাফিজের উন্নতি ঠিকঠাকই হচ্ছে।

    চোট থেকে ফেরার পর শ্রীলঙ্কা সফরেই সাদা পোশাকে ফিরেছিলেন মুস্তাফিজ। বাংলাদেশের কলম্বো টেস্টে তাঁর দুর্দান্ত একটা স্পেল ঘুরিয়ে দিয়েছিল ম্যাচের মোড়। রঙিন পোশাকে তাঁর কাছ থেকে যখন প্রত্যাশাটা বেশি ছিল, চ্যাম্পিয়নস ট্রফিতে হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেললেন। চার ম্যাচে পেয়েছেন মাত্র এক উইকেট। কাঁধের চোট মুস্তাফিজের ওপর প্রভাব ফেলেছে কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করল। উত্তরটা যিনি সবচেয়ে ভালো দিতে পারতেন, সেই ওয়ালশ অবশ্য আশ্বস্ত করলেন সবাইকে।

    ইংল্যান্ডে মুস্তাফিজের সমস্যা ধরতে পেরে একটা সমাধানও বাতলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি, ‘আমি লক্ষ্য করেছি ও ইংল্যান্ডে একটু খেই হারিয়ে ফেলেছিল। আমি ওর ভারসাম্যটা ঠিকঠাক রাখতে আরেকটু সাহায্য করছি। ওর আগের পেসটা ফিরে পাওয়ারও চেষ্টা করছে, স্টাম্পের আরেকটু কাছাকাছি বল করারও ইচ্ছা আছে ওঁর। সেও জানে করতে হবে।’

    ওয়ালশ জানালেন, মুস্তাফিজ নিজেও চেষ্টা করছেন নিজের অস্ত্রগুলো আরেকটু ধারালো করার, ‘আমি ওকে কৃতিত্ব দিতে চাই, কারণ সে খুবই খাটছে। অনুশীলন করছে। সে সেরাদের একজন হতে চায়, বিশেষ একটা প্রতিভাও। কয়েক দিনের টানা বৃষ্টিতে ও নিজেও হতাশ, কারণ আমরা উন্নতি করছিলাম। তবে প্রক্রিয়াটা চালু আছে, আর আমি নিশ্চিত ও আরও ভালো করবে।’

    কিন্তু অ্যাকশনে কি আরেকটু বদল আসবে মুস্তাফিজের? ওয়ালশ সেটার দরকার দেখছেন না, ‘নতুন অ্যাকশন আসবে এরকম কোনো কথা নেই। দরকার না হলে আমি কোনো বদলের প্রয়োজনীয়তা দেখছি না। অস্ত্রোপচারের ধাক্কাটা হয়তো সামলাতে একটু সময় লেগেছে। তবে এখন সে ঠিক পথেই আছে।’