'মিলনমেলায়' জয়ে শুরু রাজশাহী-চট্টগ্রামের
পিকনিক আমেজ আছে, উৎসবের ছোঁয়া আছে। কিন্তু মাঠের ক্রিকেটের ‘সিরিয়াস’ ভাবটা কমেনি এতোটুকুও। কক্সবাজারের সাবেক ক্রিকেটারদের মিলন মেলা যেন রুপ নিয়েছিল প্রতিযোগিতার। ম্যাচ শেষে তো রীতিমতো টিম মিটিং-ও হলো খুলনার, হাবিবুল বাশার যেখানে বক্তা। সাবেক বাংলাদেশ অধিনায়কের টাইটানস খুলনা মাস্টার্স শেষ ওভারে গিয়ে ৫ উইকেটে হেরেছে ইস্পাহানি চিটাগংয়ের কাছে।
ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দিনের প্রথম ম্যাচে গোলাম মোস্তফার বোলিং নৈপুণ্যে এক্সপো অলস্টারসকে ৪৬ রানে হারিয়েছে একমি রাজশাহী মাস্টার্স।
দুই ম্যাচ একই সঙ্গে দুই মাঠে হওয়ার কথা ছিল শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের। বৃষ্টির কারণে এক মাঠ অনপুযুক্ত, দুই খেলাই হলো তাই একাডেমি মাঠে। ১৮ ওভারের খেলা হওয়ার কথা থাকলেই প্রথম ম্যাচ হয়েছে ১৫ ওভারে, দ্বিতীয়টি ১২ ওভারের।
প্রথমে ব্যাট করে রাজশাহী তুলেছিল ৭ উইকেটে ১১৪। জাভেদ ওমর, হান্নান সরকার, রাশাদুজ্জামান তিনজনই করেছেন ১৮ করে। অলস্টারসের নিয়াজ মোর্শেদ নিয়েছেন ২টি উইকেট। জবাবে ১৪.১ ওভারে ৬৯ রানেই শেষ অলস্টারসের ইনিংস। মোস্তফা নিয়েছেন ১৫ রানে ৫ উইকেট।
অন্য ম্যাচে প্রথমে ব্যাট করে খুলনা তুলেছিল ৭ উইকেটে ৯০ রান। এন এম পল্টু ৩২ বলে ৩০ ও লিটন করেছেন ১২ বলে ২২। জেমস একাই ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। বোলিংয়ে চেপেই ধরেছিল খুলনা। উইকেট না পেলেও জয়টা খুব অসম্ভব মনে হচ্ছিল না তাদের। কিন্তু ১১তম ওভারে গড়বড় হয়ে যায় সব। এতে বড় অবদান চিটাগং ব্যাটসম্যান আজম ইকবালের। ঘরোয়া ক্রিকেটের একসময়ের মারকুটে ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১২ বলে ১৯ করে, হন ম্যাচসেরাও।
সংক্ষিপ্ত স্কোর
একমি রাজশাহী মাস্টার্স ১১৪/৭, ১৫ ওভার
এক্সপো অলস্টারস ৬৯ অল-আউট, ১৪.১ ওভার
ফলঃ রাজশাহী ৪৬ রানে জয়ী
টাইটানস খুলনা মাস্টার্স ৯০/৭, ১২ ওভার
ইস্পাহানি চিটাগং ৯১/৫, ১১.২ ওভার
ফলঃ চিটাগং ৫ উইকেটে জয়ী