• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    স্পিন-কোচ হিসেবে ম্যাকগিলই 'এক নম্বর পছন্দ'

    স্পিন-কোচ হিসেবে ম্যাকগিলই 'এক নম্বর পছন্দ'    

    স্পিন বোলিং কোচের খোঁজ চলছে বেশ কিছুদিন থেকেই। এবার জানা গেল বিসিবির পছন্দের কোচের নাম। সাবেক অস্ট্রেলীয় লেগস্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে আনতে চাইছে বিসিবি। আরও ১০ জনের মতো আছেন সম্ভাব্য তালিকায়, তবে বিসিবির ‘এক নম্বর পছন্দ’ ম্যাকগিলই। আগামী মাসেই তার সঙ্গে চুক্তি হওয়ার কথা। চুক্তি হলে ম্যাকগিল কাজ করবেন তিন মাসের মতো। 

    অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন ম্যাকগিল। শেন ওয়ার্নের সমসাময়িক বোলার ছিলেন, বলা হয় অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তির কারণেই ক্যারিয়ারটা দীর্ঘ হয়নি ২০৮টি টেস্ট উইকেট নেয়া ম্যাকগিলের। ২০১২ সাল পর্যন্ত স্বীকৃত ক্রিকেট খেলেছেন, মূলত বিগ-ব্যাশ লিগে। এরপর সেভাবে কোনও কোচিং করাননি তিনি। 

    আর বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কান চম্পকা রামানায়েকেকেও মোটামুটি নিশ্চিত করেছে বিসিবি। রামানায়েকে কাজ করবেন দীর্ঘমেয়াদেই। বাংলাদেশের প্রথম বোলিং কোচ ছিলেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কার বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন।  

    বাংলাদেশে এসেছেন ব্যাটিং উপদেষ্টা মার্ক ও’নিলও। তিনি মূলত কাজ করবেন লোয়ার অর্ডারের ব্যাটিং নিয়ে।