• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    মিনহাজুলদের কমিটিতে নতুন মুখ?

    মিনহাজুলদের কমিটিতে নতুন মুখ?    

    কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল নির্বাচকদের মেয়াদ। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও সাজ্জাদ আহমেদ শিপনের নির্বাচক কমিটি কার্যত এক অর্থে বেকারই ছিল। সেই নির্বাচক কমিটি এই দফায় থেকে গেলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, একটি পরিবর্তন আসতে পারে এবার।

    আজ মিরপুরে বিসিবি সভাপতি জানিয়েছেন, মিনহাজুলের নির্বাচক কমিটির মেয়াদ এক বছর বাড়বে। তবে তিনি জানিয়েছেন, একজনের পরিবর্তন হতে পারে। কে সরে যাবেন বা নতুন একজন কে আসবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। তবে নাজমুল হাসান আভাস দিয়েছেন, তুলনামূলক জুনিয়র কেউ নতুন নির্বাচক হিসেবে আসতে পারেন, 'একটা অদলবদল আসতে পারে। সিনিয়র থেকে জুনিয়র বা উল্টোটা পরিবর্তন হতে পারে। তবে আমরা চিন্তা করে দেখেছি, ‘জুনিয়র লেভেল থেকে একজন করে আনলে আমাদের জন্য ভালো হয়।’ বয়সভিত্তিক দলগুলোর নির্বাচক কমিটির প্রধান হাসিবুল হাসান শান্ত, তাঁর সঙ্গে আছেন হান্নান সরকার ও এহসানুল হক সেজান।