'জাতীয় দলে ঢোকার জন্য যা যা দরকার, সবকিছুই করছি'
আলো ঝলমলে বসুন্ধরা কনভেনশন হলে ঢুকেই ধন্দে পড়ে যেতে হলো। রঙিন নিশুতির হলের সামনের অংশ যেন এক টুকরো ২২ গজ, সেখানে গাজী গ্রুপের জার্সি গায়ে ক্রিকেট খেলছে কয়েকজন। অনুষ্ঠান গাজীর, তাই পুরো আয়োজনেই সেই আবহ। এবার প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে গাজী গ্রুপ, তাই উদযাপনটি পরিণত হয়েছিল ক্রিকেট সংশ্লিষ্টদের মিলনমেলায়। গাজী গ্রুপের চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীর ছিলেন বিশেষ অতিথি, আর প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। দুজনেই ক্রিকেট নিয়ে স্মৃতিচারণা করলেন, ফিরে গেলেন অতীতে। তবে সেলফিশিকারীদের মূল নজর ছিল গাজী গ্রুপের শিরোপাজয়ী অধিনায়ক নাসির হোসেনের ওপর। এক ফাঁকে এই প্রতিবেদকের সঙ্গেও একটু আলাপ হয়ে গেল আপাতত জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের।
এবার তো প্রিমিয়ার লিগে আপনি গাজী গ্রুপের অধিনায়ক ছিলেন। দারুণ একটা টুর্নামেন্ট কেটেছে। সামনের বার কি গাজীতেই খেলতে চান?
নাসির হোসেনঃ অবশ্যই আমি চ্যাম্পিয়ন দলে খেলতে চাইব। ওদের সঙ্গে আমার দারুণ একটা বোঝাপড়া আছে। গাজী ক্রিকেটার্সে এসে আমি সালাউদ্দিন ভাই, বাদল ভাই, বাপ্পী ভাইদের সব সময় পাশে পেয়েছি। আমার মনে হয়, সামনের বারও আমি নিজেকে এখানেই দেখতে পাচ্ছি।
গাজী গ্রুপে তো আপনি বেশ ওপরেই ব্যাট করেছেন। সামনের বার কি প্রিমিয়ার লিগে এই পজিশনেই ব্যাট করার ইচ্ছা?
নাসির হোসেনঃ অবশ্যই, জাতীয় দলে অনেক সময় পরিস্থিতির কারণে আমাকে অনেক জায়গাতে খেলতে হয়। এবার গাজী গ্রুপ ক্রিকেটারসের হয়ে আমি চারে ব্যাট করেছি, প্রিমিয়ার লিগে আমি এই পজিশনেই ব্যাট করতে চাই।
বেশ কিছুদিন ধরেই বোলিংটা আপনার বড় অস্ত্র, সেটি নিয়ে আপনার ভাবনাটা কী?
নাসির হোসেনঃ এবার প্রিমিয়ার লিগে আসলে সেভাবে বল করতে পারিনি। আমাদের দলে অনেক অফ স্পিনার ছিল, ওদের সুযোগ দিতে হয়েছে। আর আমি ওপরে ব্যাট করায় ওদের ছয়-সাতে নেমে যেতে হয়েছে, সেক্ষেত্রে ওরা বল না করলে ওদের জন্যও সেটা খারাপ হতো। ওদেরও ভবিষ্যত আছে। সব সময় ম্যাচ খেলার সুযোগ পাই না। সেটা ভেবে আমি এবার একটু স্যাক্রিফাইস করেছি। তবে বোলিং আমি সবসময়ই উপভোগ করি। সামনেও যখনই দলের প্রয়োজন হবে, বা যখনই সুযোগ পাব, বল করতে চাই।
সামনেই তো বিপিএল, সেটা নিয়ে আপনার পরিকল্পনা কী?
নাসির হোসেনঃ বিপিএল, এটা নিয়ে আলাদা কোনো প্ল্যান নাই। এখানে আসলে মুহূর্তের মধ্যে অনেক কিছু বদলে যায়। এখান সেভাবে কোনো পরিকল্পনা নেই। যখন যেটা দরকার হয় সেটা করার জন্য আমি প্রস্তুত। কোন দল পাব সেটা নিয়েও এখন খুব একটা ভাবছি না।
অনেক দিন ধরেই তো জাতীয় দলের বাইরে আছেন। সামনের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে এ নিয়ে কী ভাবছেন?
নাসিরঃ অবশ্যই নিজেকে জাতীয় দলে দেখতে চাই। এটাই আমার মূল লক্ষ্য। নিজেকে জাতীয় দলে দেখার জন্য যা যা করা দরকার, সবকিছুই করছি। আশা করি, এই সিরিজে না হোক, পরের সিরিজে সুযোগ আসবে। আমি সেটার জন্যই অপেক্ষা করছি।