• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'সমঝোতা না হলে বাংলাদেশ সফর নয়'

    'সমঝোতা না হলে বাংলাদেশ সফর নয়'    

    নতুন সমঝোতা স্মারক না হলে বাংলাদেশে আসবে না স্টিভ স্মিথের দল। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক নিজেই জানিয়েছেন এ কথা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন (এসিএ) এর মধ্যে দরকষাকষি চলছে এখনও। সমাধানে পৌঁছুতে পারেনি দুই পক্ষ, বাংলাদেশ সফরও তাই পড়ে গেছে আরও অনিশ্চয়তায়। 

    দুই পক্ষের মধ্যে সেতুবন্ধন হিসেবে মূলত কাজ করছেন স্মিথ। সিএর টিম পারফরম্যান্সের নির্বাহী ব্যবস্থাপক টিম হাওয়ার্ড ও এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসনের সঙ্গে নিয়মিতই ফোনে কথা হচ্ছে তার। তবে ক্রিকেটারদের দাবিদাওয়া নিয়ে তাদের সঙ্গে একাট্টা স্মিথ, ছাড় দেবেন না সেখানে। এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছিলেন। স্মিথ বলছেন, এরপর সমঝোতা স্মারক বা বিদ্যমান সমস্যার সমাধান ছাড়াই বাংলাদেশ সফর করাটা ‘সমীচিন’ হবে না তার দলের। 

    ‘আমি যেতেই চাই। কিন্তু অনেক আগে থেকেই যেমনটা বলে আসছি, আগে চুক্তিটা হতে হবে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের ক্রিকেটাররা এ বিষয়ে বেশ শক্ত অবস্থান নিয়েছিল, এরপর আমাদের বাইরের দেশে সফরে যাওয়াটা ঠিক হবে না নতুন চুক্তি ছাড়া। সিএ এ বিষয়ে জানে, তাদেরকে বলা হয়েছে। আমি প্যাট হাওয়ার্ডকে ব্যক্তিগতভাবেই বলেছি, চুক্তি না হলে বিষয়গুলো কী কী হতে পারে।’ 

    ফক্স স্পোর্টের এক অনুষ্ঠানে স্মিথ আরও বলেছেন, আলোচনায় ‘উন্নতি’ হয়েছে, তবে কিছু ‘প্রধান ইস্যু’র সমাধান বাকি আছে। সমস্যার সমাধান নিয়ে এখনও আশা ছাড়েননি বলেও জানিয়েছেন তিনি। 

    এদিকে সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, নতুন সমঝোতা স্মারক নিয়ে যদি সমাধানে না পৌঁছাতে পারে দুই পক্ষ, তবে তা কোনও স্বাধীন ও দ্রুত মধ্যস্থতাকারির হাতে ছেড়ে দেয়া হবে। সেখান থেকে যে সমাধান দেয়া হবে, তা মেনে নিতে হবে দুই পক্ষকেই। আর এসিএ যদি সিএর প্রস্তাবনা মেনে নেয়, তবে ১ জুলাইয়ের পর থেকে কার্যত বেকার হয়ে যাওয়া ক্রিকেটারদের চুক্তি নবায়ন করা হবে, এবং তারা খেলায় ফিরতে পারবেন সঙ্গে সঙ্গেই। এর ফলে বাংলাদেশ সফরও পরিকল্পনা অনুযায়ীই হতে পারবে।