'সুস্থ' রুবেল কাজ করতে চান টেস্ট বোলিং নিয়ে
চোটটা অদ্ভুতই ছিল রুবেল হোসেনের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল শেষ করে হোটেল রুমে ফিরে নাকি দরজার সঙ্গে ধাক্কা লাগে তার। সে চোটের কারণে অস্ত্রোপচার টেবিলে পর্যন্ত যেতে হয়েছে তাকে। কন্ডিশনিং ক্যাম্পের শুরুর দিকে তাই থাকতে পারেননি। ফিরেছেন এখন, নিজেকে সুস্থও মনে হচ্ছে পুরোপুরি তার কাছে, ‘এখন সুস্থ পুরোপুরি। পুরো রান-আপে বোলিং করেছি আজ। আগের দিন শর্ট রান-আপে করেছিলাম, তবে “ইনটেনসিটি হাই” ছিল। আজকে পুরো রান আপে করলাম। কোনো ধরনের কোনো ব্যথা অনুভব করিনি।’
কন্ডিশনিং ক্যাম্প মিস করার অর্থ হলো, বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে বেশ কয়েকটা সেশনও হাতছাড়া হয়ে গেছে তার। ‘ক্ষতিপূরণ’ করতে চান এখন, ‘এখনও অনেক দিন সময় আছে। যেহেতু কয়েকটা বোলিং সেশন মিস করেছি, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। যে কটা দিন অনুশীলন আছে, তার সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করব।’
সে মনোযোগের অনেকটা জুড়ে থাকবে লাল বলের বোলিং। টেস্টে এমনিতেই পারফরম্যান্স সুবিধার না রুবেলের। ২৪ ম্যাচে প্রায় ৭৮ গড়ে মাত্র ৩২ উইকেট তার। টেস্ট পেসারদের কিংবদন্তি কোর্টনি ওয়ালশের কাছ থেকে তাই অনেক কিছুই শিখতে চান রুবেল, ‘টেস্ট ক্রিকেটে তার কাছ থেকে অনেক শেখার আছে। কারণ তার টেস্ট রেকর্ড অনেক ভালো। কিভাবে লাইন-লেংথে একভাবে বোলিং করা যায়, কিভাবে উইকেট বের করতে হবে বড় বড় দলের সঙ্গে, এটা নিয়ে কাজ করব।’
কাজ করবেন নিজের ব্যাটিং নিয়েও। নতুন ব্যাটিং উপদেষ্টা মার্ক ও’নিলকে আনার সময়ই বিসিবি বলেছে, তিনি কাজ করবেন রুবেলদের মতো লোয়ার অর্ডারদের নিয়ে। ‘আজকে ব্যাটিং করেছি। নেটে অবশ্য তার সঙ্গে দেখা হয়নি আমার। সঙ্গে যদি একজন সেট ব্যাটসম্যান থাকে, তাকে সমর্থন দেয়ার জন্য কী করা উচিৎ, এটা নিয়েই কথা বলব। কোন পরিস্থিতিতে কী করতে হবে, এই ধরনের বাড়তি কিছু টিপস নেয়ার চেষ্টা থাকবে।’
নতুন অ্যাকশন নিয়েও এগিয়ে যেতে চান রুবেল, ‘নিউজিল্যান্ডের সঙ্গে তো ভিন্ন অ্যাকশনে বোলিং করেছি। আপনারা দেখেছেন হয়তো। সামনের খেলাগুলোতেও করার চেষ্টা করব।আমি বিপিএলেও ওইটা নিয়েই বোলিং করব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে সুযোগ পেলেও করার চেষ্টা করবো।’