• ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • " />

     

    হ্যাটট্রিকের কৃতিত্বটা সাকলায়েনকেই দিলেন মঈন

    হ্যাটট্রিকের কৃতিত্বটা সাকলায়েনকেই দিলেন মঈন    

    তাঁর হ্যাটট্রিকেই শেষ হয়েছে ম্যাচ। ওভালের শততম টেস্টে মঈন আলীর ‘রেকর্ডময় হ্যাটট্রিকেই’ দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচ শেষে এই কীর্তির পুরো কৃতিত্ব দলের বোলিং কোচ সাকলায়েন মুশতাককেই দিয়েছেন মঈন।

    গত বছরের শেষের দিকে ইংলিশদের বোলিং পরামর্শক হিসাবে যোগ দিয়েছিলেন। মঈন বলছেন, সাকলায়েন থেকে পাওয়া শিক্ষা দারুন কাজে লাগাতে পেরেছেন, “সাকলায়েনের সাথে বেশ কয়েক মাস ধরেই কাজ করছি। এটা আমার বোলিংয়ে নতুন মাত্রা যোগ করেছে। আমরা দুজন এসব নিয়ে অনেক কথা বলি। আগের চেয়ে অনুশীলনে বলও বেশি করছি। তিনি আমাকে প্রতিনিয়তই উজ্জীবিত করছেন। আরও ভালো করার জন্য উৎসাহও দিচ্ছেন।”

    ৪০ টেস্টে নিয়েছেন ১১৬ উইকেট। লিয়াম ডওসনের পর তাঁকেই বর্তমান দলের সেরা স্পিনার মানা হয়। মঈন মানছেন, দলে দুজন স্পিনার খেললে তাঁর ওপর চাপটা কমে, “আমি সবসময়ই আরেকজন স্পিনারের সাথে খেলতে পছন্দ করি। এটা হলে আমাকে বোলিং  নিয়ে খুব বেশি ভাবতে হয় না, চাপও কিছুটা কমে। আমি এর মাঝেই ৪০ ম্যাচ খেলেছি, তবুও আমি দলে দুজন স্পিনার থাকলে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।”