'একাদশে রাহুল ফিরবেই'
মুরালি বিজয় চোট পেয়েছিলেন গত বছর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্টে। তার জায়গায় দ্বিতীয় টেস্টে এলেন লোকেশ রাহুল, করলেন ১৫৮। পরের টেস্টে বিজয় ফিট হলেন, কিন্তু রাহুলের কাছে হারিয়ে ফেললেন জায়গা। শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট স্কোয়াডে চোট কাটিয়ে ফেরা রাহুল ছিলেন, গল টেস্টে খেলারও কথা ছিল। আবার চোট পাওয়ায় ছিটকে গিয়েছিলেন। দলে জায়গা পেলেন অভিনব মুকুন্দ, তার সঙ্গী শিখর ধাওয়ান। রাহুল দ্বিতীয় টেস্টের আগে সেরে উঠেছেন। তবে বিজয়ের ভাগ্য বরণ করতে হচ্ছে না তাকে, বরং রান করা বা ম্যাচে প্রভাব রাখার পরও বাদ পড়তে হচ্ছে ধাওয়ান বা মুকুন্দের একজনকেই।
মূলত রাহুলকে ‘বিশ্বাস’ দিতেই জায়গা করে দেয়া হচ্ছে তাকে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘এটা যে তারই জায়গা, সেটা তাকে বোঝানোটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর মাঠের বাইরের দূর্ভাগ্যজনক ঘটনা বা চোটের কারণে এটার কোনও পরিবর্তন হবে না, কারণ এতে কারও হাত নেই। ফিরে আসার সময়টাতে আপনাকে আরও শক্তিশালী হতে হবে। সে সেই ব্যাপারটা ধরে রেখেছে। এটা তার জন্য কঠিন ছিল, কারণ আমরা সবাই জানি, ছিটকে যাওয়ার আগে সে কতোটা ভাল ব্যাটিং করছিল।’
রাহুলের ভাল ব্যাটিংয়ের পুরষ্কার দিতে কার কপাল পুড়বে, সেটা অবশ্য নিশ্চিত করেননি কোহলি। প্রথম টেস্টের ধাওয়ান করেছেন রেকর্ডগড়া ১৯০ ও ১৪, মুকুন্দ করেছেন ১২ ও ৮১। মুকুন্দের একটা অসাধারণ ক্যাচ আছে, আছে রান-আউটও।
‘একজন ওপেনারকে তো রাহুলের জন্য জায়গা করে দিতেই হবে, গত দুই বছরে সে আমাদের জন্য অনেক কিছু করেছে। টেস্টে নতুনভাবে ফিরে আসার সুযোগটা তার প্রাপ্য। অনুশীলনের পর আমাদের টিম মিটিং আছে, সেখানেই সব পরিষ্কার হবে। তবে আমার মতে, রাহুল অবশ্যই একাদশে ফিরে আসবে।’
‘এমন অবস্থায় আমার মনে হয় চিন্তা করে এটাই ঠিক করতে হয়, ম্যাচে প্রভাব কার বেশি ছিল। কে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে সরাসরি। ম্যাচটা কার ভাল গেছে, সবকিছু তার ওপরই নির্ভর করে আদতে।’