• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    আর শ্রীলংকার খেলা দেখেন না রানাতুঙ্গা!

    আর শ্রীলংকার খেলা দেখেন না রানাতুঙ্গা!    

    শ্রীলংকান ক্রিকেটের দুরাবস্থা নিয়ে বরবরই সরব ছিলেন। বোর্ড, কোচিং ম্যানেজমেন্টের ‘হঠকারী’ সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকবার মুখ খুলেছেন। বিশ্বকাপজয়ী সাবেক লংকান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এবার বললেন, তিনি নাকি টিভিতে শ্রীলংকার খেলাই দেখেন না!

    জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ পরাজয়, ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও অনেকটাই অসহায় ভঙ্গিতে পরাজয় মেনে নেওয়া। শ্রীলংকার ক্রিকেটের এই দুর্দিনে পদক্ষেপ না নেওয়ায় লংকান বোর্ডের ওপর চরম বিরক্ত রানাতুঙ্গা, “লংকান ক্রিকেট যেভাবে পরিচালিত হচ্ছে, এটা এক কথায় জঘন্য। আমি তো এই কারণেই জাতীয় দলের খেলাই দেখি না। দেখার কোনো ইচ্ছেই হয় না কেনো যেন!”

     

     

    দিনেশ চান্দিমালের বাদ পড়া নিয়ে জিম্বাবুয়ে সিরিজের সময়ই একহাত নিয়েছিলেন জয়সুরিয়াসহ অন্য নির্বাচকদের। রানাতুঙ্গার মতে, এভাবে বলতে থাকলে লংকান ক্রিকেট আর মাথা উঁচু করে নাও দাঁড়াতে পারে, “চলমান অবস্থার সহসা কোনো উন্নতির লক্ষণ দেখছি না। দ্রুত সব ঠিক না করলে একটা সময় গিয়ে সবাইকে আফসোস করতে হবে। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব এটার সমাধানের। জাতীয় দলের খেলা না দেখে আমি দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজের ম্যাচ দেখি! ওটাই অনেক ভালো বলে মনে হচ্ছে আপাতত।”