বাংলাদেশে পূর্ণশক্তির অস্ট্রেলিয়াই আসছে
শেষ পর্যন্ত জটিলতা কাটল। গত একমাস ধরে ‘বেকার’ হয়ে পড়া অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাথে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বোর্ডের কর্মকর্তাদের এক বৈঠকের পর অবসান ঘটে প্রায় ৩ মাস ধরে চলা এই অচলাবস্থার। এই সিদ্ধান্তের পর বাংলাদেশে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দল আসা নিয়ে আর জটিলতা থাকল না।
গত কয়েকদিন ধরেই দুই পক্ষের দফায় দফায় বৈঠক হচ্ছিল। এরই মাঝে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ বলেছিলেন, চুক্তি না হলে বাংলাদেশে আসবেন না তারা। অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরের মতো তাই অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশ সফরও।
গতকাল বোর্ডের সাথে বৈঠক শেষে আভাস দেওয়া হয়েছিল, আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও এরকমই ধারণা করেছিলেন। মেলবোর্নে আজ বিশেষ বৈঠকে অংশ নেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসন। বৈঠক শেষে জানানো হয়, আগামী পাঁচ বছরের জন্য ২৩০ জন ক্রিকেটারের সাথে চুক্তি নবায়ন করবে বোর্ড।
আগামী ১৮ আগস্ট দুটি টেস্ট খেলার জন্য বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন স্মিথরা।