• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    পুজারা-রাহানের সেঞ্চুরিতে এগিয়ে ভারত

    পুজারা-রাহানের সেঞ্চুরিতে এগিয়ে ভারত    

    কলম্বো টেস্ট, প্রথম দিনশেষে,
    ভারত ৩৪৪/৩ (পুজারা ১২৮*, রাহানে ১০৩*, রাহুল ৫৭, পেরেরা ১/৬৮, হেরাথ ১/৮৩) 


    শ্রীলঙ্কা দলে পরিবর্তন তিনটি, স্পিনার তিনজন। কলম্বো টেস্টে প্রথম দিনে ভারতের তিনটি উইকেটই শুধু নিতে পারলেন তারা, একটি আবার রান-আউট। চেতেশ্বর পুজারার ১৩তম ও আজিঙ্কা রাহানের ৯ম সেঞ্চুরিতে প্রথম দিনে ব্যাটিং আধিপত্য দেখানোর সঙ্গে বড় স্কোরের দিকে এগিয়ে গেছে ভারত। 

    টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন বিরাট কোহলি। শিখর ধাওয়ানের ওপেনিং সঙ্গী বদলে গেছে অনুমিতভাবেই, লোকেশ রাহুলকে জায়গা করে দিতে সরে যেতে হয়েছে অভিনব মুকুন্দকে। ধাওয়ানের ৩৭ বলে ৩৫ রানের দ্রুত ইনিংসটা শেষ হয়েছে দিলরুয়ান পেরেরাকে সুইপ করতে গিয়ে। শ্রীলঙ্কা উইকেটটা পেয়েছে রড টাকারের কাছে রিভিউ নিয়ে। 

    ৫৬ থেকে ১০৯, দ্বিতীয় উইকেটেও মাঝারি জুটি ভারতের। এতে বড় অবদান রাহুলেরই। টানা ছয় ইনিংসে ফিফটি করে ভারতীয় রেকর্ডে ভাগ বসিয়েছেন এ ওপেনার, গুন্ডাপ্পা বিশ্বনাথ ও রাহুল দ্রাবিড়কে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়তে দ্বিতীয় ইনিংসেও ফিফটি করতে হবে তার। টানা সাত ইনিংসে ফিফটির রেকর্ড আছে পাঁচজনের। তবে এ ফিফটিকে সেঞ্চুরি বা আরও বড় না বানানোর আক্ষেপটা থাকতেই পারে রাহুলের, পুজারার সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান-আউট হয়েছেন ৫৭ রান করে। 

    বিরাট কোহলির ‘বিরাট’ উইকেটটাও শ্রীলঙ্কা পেয়ে গেছে দ্রুতই। ১৩ রান করে রঙ্গনা হেরাথের ‘সেট-আপ’ এ ধরা পড়েছেন ভারতীয় অধিনায়ক। অফস্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়েছিলেন, স্লিপে অসাধারণ ক্যাচ নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। 

    এরপর দিনভর শুধু হতাশাই উপহার দিয়েছেন শ্রীলঙ্কাকে ভারতের দুই ব্যাটিং স্তম্ভ : পুজারা ও রাহানে। ২১১ রানের জুটিটা ভাঙ্গেনি এখনও। পুজারার ৪০০০ হাজার রান হয়ে গেছে ক্যারিয়ারে, হয়ে গেছে ভারতের বড় সংগ্রহের দিকে এগিয়ে যাওয়াটাও। 

    শ্রীলঙ্কান স্পিনাররা সুযোগ তৈরীর চেষ্টা করেছেন, ব্যাটের ভেতরের বা বাইরের কানাতেও বেশ কয়েকবার লেগেছে বল। কিন্তু কোহলি ছাড়া কারও বিপক্ষেই সফলতা পাননি কেউ।