শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ইতিহাসের কাছে কোহলিরা
ভারত ৬২২/৯
শ্রীলঙ্কা ১৮২ ও ৩৮৬ (করুনারত্নে ১৪১; জাদেজা ৫/১৫২)
ফলঃ ভারত ইনিংস ও ৫৩ রানে জয়ী
কুশল মেন্ডিস চেষ্টা করেছিলেন। পারেননি। দিমুথ করুনারত্নেও আরেকটু বেশি দূর গিয়েছিলেন। তিনিও পারেননি। শেষ পর্যন্ত কলম্বো টেস্টে যা হওয়ার সেটাই হয়েছে। ইনিংস ও ৫৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। টানা আট সিরিজ জিতল বিরাট কোহলির দল, শুধু ইংল্যান্ড (১৮৮৪-১৮৯২) ও অস্ট্রেলিয়ার (২০০৫-২০০৮) আছে এর চেয়ে টানা বেশি সিরিজ জয়ের রেকর্ড।
কোহলি কৃতিত্বটা চাইলে সবার মধ্যে ভাগ করে দিতে পারেন। প্রথম ইনিংসে যেমন অশ্বিন উজ্জ্বল ছিলেন, দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার প্রতিরোধের দেয়ালে ফাটল ধরিয়েছেন জাদেজা। দুই জনই দুই ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েছেন, আবার পেয়েছেন ফিফটিও। দুজনের ফিফটি ও পাঁচ ইনিংস নেওয়ার এই কীর্তি টেস্ট ক্রিকেট এর আগে দেখেছে মাত্র দুই বার।
সকালে অবশ্য করুনারত্নে আশাই দেখাচ্ছিলেন। সেঞ্চুরি থেকে আট রান দূরে ছিলেন আগের দিন, নাইটওয়াচম্যান পুষ্পকুমারাকে নিয়ে সকালেই পেয়ে গেছেন সেটি। দুজন মিলে ১৪ ওভার পর্যন্ত পারও করে দিয়েছিলেন। কিন্তু এর পরেই আবার ধস, অধিনায়ক চান্ডিমাল আবারও ফিরে গেছেন হতাশা জাগিয়ে। করুনারত্নের প্রতিরোধ এরপর থেমে গেছে ১৪১ রানে, ফলো অনে কোনো শ্রীলঙ্কার ব্যাটসম্যানের তা তৃতীয় সর্বোচ্চ ইনিংস। দলের ৩১৫ রানে ম্যাথুসও ফিরে গেলে শ্রীলঙ্কার হারটা হয়ে যায় সময়ের ব্যাপার। এরপর ডিকভেলা, ধনঞ্জয় ডি সিলভা, হেরাথরা পাল্টা আক্রমণের চেষ্টা করেছেন, কিন্তু সেটা শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে। জাদেজাই ছিলেন সবচেয়ে সফল বোলার, ১৫২ রানে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচসেরার পুরস্কারটাও গেছে তাঁর কাছেই।