• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    পাল্লেকেলেতে নিষিদ্ধ জাদেজা

    পাল্লেকেলেতে নিষিদ্ধ জাদেজা    

    কলম্বো টেস্টে হয়েছেন ম্যাচসেরা। রবীন্দ্র জাদেজা এরপরই শুনেছেন খবরটা, পরের ম্যাচে খেলতে পারছেন না। ভারতীয় অলরাউন্ডারকে ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গের দায়ে পাল্লেকেলে টেস্টে নিষিদ্ধ করেছে আইসিসি। 

    গতকাল ৫৮তম ওভারের শেষ বলে নিজের বলে ফিল্ডিং করে থ্রো করেছিলেন জাদেজা। দিমুথ করুনারত্নে ছিলেন ক্রিজের ভেতরেই, অল্পের জন্য লাগেনি তার শরীরে। অন-ফিল্ড আম্পায়ারদের মতে থ্রোটা ছিল ‘বিপজ্জনক ভঙ্গিমায়’। ‘কোড অব কন্ডাক্ট’-এর ২.২.৮ ধারা ভেঙ্গেছেন তিনি। 

    শনিবারের ঘটনার পর জাদেজার মোট ‘ডিমেরিট পয়েন্ট’ হয়ে গেছে ছয়, সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও গুণতে হবে তাকে। এর আগে ২০১৬ সালে নিউজিল্যান্ডের সঙ্গে ইন্দোর টেস্টে ‘কোড অব কন্ডাক্টের’ ২.২.১১ ধারা ভেঙ্গে তিনটি ‘ডিমেরিট পয়েন্ট’ পেয়েছিলেন জাদেজা। ২৪ মাস সময় ব্যবধানের মাঝেই তাই ছয়টি ‘ডিমেরিট পয়েন্ট’ হলো তার, যা রুপান্তরিত হয়েছে দুইটি ‘সাসপেনশন পয়েন্ট’-এ। 

    এ ২৪ মাসের মধ্যে জাদেজা যদি আরও দুইটি পয়েন্ট পেয়ে আট পয়েন্টের ‘সীমা’ ছুঁয়ে ফেলেন, সেটা চারটি ‘সাসপেনশন পয়েন্ট’-এ রুপান্তরিত হবে। 

     

    আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন জাদেজা, এ কারণে আলাদা কোনও শুনানিরও প্রয়োজন হবে না। শ্রীলঙ্কার সঙ্গে ভারত পাল্লেকেলেতে তৃতীয় টেস্ট খেলবে ১২ আগস্ট থেকে।