• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    মদ্যপ দর্শক যখন মেন্ডিসের 'ব্যাটিং পরামর্শক'!

    মদ্যপ দর্শক যখন মেন্ডিসের 'ব্যাটিং পরামর্শক'!    

    টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। কুশল মেন্ডিস তখন ক্রিজে, লংকানদের বিপদমুক্ত করতে একাই লড়ে যাচ্ছেন। এদিকে রড টাকার আম্পায়ারিংয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু পেছন থেকে আসা কী একটা আওয়াজে বারবার তার মনঃসংযোগ নষ্ট হচ্ছে। বেশ কয়েকবার ওই আওয়াজকে পাত্তা না দিয়েই নিজের কাজটা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ‘জ্বালাতন’ সইতে না পেরে এগিয়ে গেলেন দর্শকসারির দিকে। গিয়ে দেখেন, এক মদ্যপ দর্শক রীতিমত চিৎকার করে মেন্ডিসকে ‘ব্যাটিং পরামর্শ’ দিচ্ছে!

    ৪০ বছর বয়সী এসপি জায়ান নামের ওই ভক্ত কলম্বোর মাঠে ঢুকেছিলেন খানিকটা নেশার ঘোরেই। ক্রিজে থাকা মেন্ডিসকে উদ্দেশ্য করে ক্রমাগত বলছিলেন, “মেন্ডিস ধীরে খেলো। মাথা গরম করো না, পরের দিনের জন্য উইকেট বাঁচিয়ে রাখো। হ্যাঁ, তুমি পারবেই! হ্যাঁ এভাবেই খেলো!” 

     

     

    জায়ানের এরকম চিৎকারে পেছন ফিরে তাঁকে চুপ থাকার ইঙ্গিত করেন টাকার। তাতেও চুপ না হলে নিরাপত্তাকর্মী এসে সতর্ক করেন, তাঁকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার ও হুমকি দেন। ব্যাপারটা ভারতীয় ক্রিকেটারদের নজর এরায়নি। তারপর কিছুক্ষণ চুপ ছিলেন জায়ান।

    কিন্তু আবারো যে কে সেই! দিনের পুরো সময়টাই একইভাবে চিৎকার করেছেন। নিরাপত্তাকর্মীরা কাছে এলে অবশ্য আওয়াজটা কমিয়েছেন এই যাহ!