প্রস্তুতি ম্যাচে মুখোমুখি তামিম-মুশফিক
চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পের একটা উদ্দেশ্য ম্যাচ অনুশীলনও। ক্যাম্পে থাকা ক্রিকেটাররাই মূলত দুইভাগ হয়ে খেলবেন। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে কাল থেকে শুরু হবে তিনদিনের ম্যাচ। এক দলকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, আরেক দলকে সহ-অধিনায়ক তামিম ইকবাল।
অসুস্থতার কারণে এ ম্যাচে খেলতে পারবেন না মোসাদ্দেক হোসেন। তিনি চট্টগ্রামেই নেই, আছেন ঢাকায়। জাতীয় দলকে সাহায্য করার জন্য দুজন তরুণ স্পিনারকে নিয়ে যাওয়া হয়েছিল। নাইম হাসান আছেন মুশফিকুরের দলে, নেই সনজিত সাহা।
আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গেছেন বলে নেই সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
অস্ট্রেলিয়ার সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের চূড়ান্ত স্কোয়াডে ভূমিকা রাখতে পারে এই ম্যাচের পারফরম্যান্সও।
মুশফিকের দল
মুশফিকুর রহিম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হোসেন সোহান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, শুভাশীষ রায়, নাইম হাসান।
তামিমের দল
তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, তানবির হায়দার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সাকলাইন সজিব।