• ইউয়েফা সুপার কাপ
  • " />

     

    'ভিডিও রিভিউ থাকলে ফলাফল অন্যরকম হতো'

    'ভিডিও রিভিউ থাকলে ফলাফল অন্যরকম হতো'    

    ম্যাচটা অনেকাংশেই ‘একপেশে’ ছিল। ইস্কো, ক্যাসেমিরোদের দুর্দান্ত পারফরম্যান্সে ইউনাইটেডকে হারিয়ে সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। পরাজয়ের পর ইউনাইটেড কোচ হোসে মরিনহো বলছেন, ভিডিও রিভিউ পদ্ধতি থাকলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।

     

    ২৪ মিনিটে মাদ্রিদকে এগিয়ে দেন ক্যাসেমিরো। কারভাহালের পাসে করা এই গোলের পর অফসাইডের দাবি জানান ইউনাইটেডের অনেকেই। ম্যাচ শেষে মরিনহো বলছেন, ভিডিও রেফারিং পদ্ধতি থাকলে এই গোল বাতিল হতো, “প্রথম গোলটা স্পষ্ট অফসাইড ছিল। এই ম্যাচে ভিডিও রিভিউ পদ্ধতি থাকলে এটা নিশ্চিতভাবেই বাতিল হতো। তাহলে প্রথমার্ধ শেষে ম্যাচে সমতা নিয়েই ড্রেসিংরুমে ফিরতাম। গোলটা বাতিল হলে ম্যাচ অতিরিক্ত সময়ে যেত, তখন ফলাফলও অন্যরকম হতে পারত। ”

     

    মাদ্রিদকে অবশ্য জয়ের কৃতিত্ব দিতে দ্বিধাবোধ করেননি মরিনহো, “তারা  পুরো সময়টাই মধ্যমাঠ নিয়ন্ত্রণ করেছে। জয়টা তাঁদের প্রাপ্য ছিল। যেভাবে তারা বল নিয়ন্ত্রণ করেছে এবং পাস দিয়েছে, এক কথায় দারুন।”

     

     

    নিজেদের পারফরম্যান্সেও অনেকটাই সন্তুষ্ট মরিনহো, “আমি দলের পারফম্যান্সে খুশি। আজ সবাই ভালোই খেলেছে। লুকাকুর পারফরম্যান্সও ভালো ছিল। তাকে রামোস ও ভারানের মুখোমুখি হতে হয়েছে, এটা কঠিন কাজ। দল হিসাবে আমরা আরও উন্নতির আশা করছি। সামনেই নতুন মৌসুম শুরু। সেখানে হয়তো মাদ্রিদ থাকবে না, কিন্তু তাঁদের মতোই ভালো দলের মুখোমুখি হতে হবে। তাই উন্নতির বিকল্প নেই।”