স্লেজিং শিখছেন পূজারা!
কোহলি-জাদেজার মতো মাঠে ওরকম ‘সরব’ নন। ‘স্লেজিং’ শব্দটার বললে তার নাম কখনোই মাথায় আসবে না। চেতেশ্বর পূজারা যে এসব থেকে নিজেকে দূরে রেখেছেন বরাবরই। তবে এবার পূজারা জানালেন, দলের অন্যদের মতো তিনিও নাকি স্লেজিংয়ের কৌশল শিখছেন!
পূজারা বলছেন, ধীরে ধীরে সতীর্থদের থেকে স্লেজিংয়ের শিক্ষা নিচ্ছেন, “গত কয়েক ম্যাচে হয়তো খেয়াল করেছেন, আমি অন্য সময়ের চেয়ে অনেক বেশি সরব ছিলাম। সাম্প্রতিক সময়ে আমি অন্যদের থেকে স্লেজিংয়ের কৌশল সেখার চেষ্টা করছি। এটা বেশ কয়েক মাস থেকেই চলছে।”
ব্যাটসম্যানদের স্লেজিং করলে দলের বোলাররা বাড়তি সুবিধা পায় বলেই জানান পূজারা, “নির্দিষ্ট করে একজন ব্যাটসম্যানকে স্লেজ করার কিছু সুবিধা আছে। এতে বোলারের লাভ হয়। আমরাও তেমনটাই করি।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে ডেভিড ওয়ার্নারকে স্লেজিং করার কথা স্মরণ করে পূজারা বলেন, অজিদের চাপে ফেলতে সাহায্য করেছে এসব, “আমরা ব্যাট করার সময় তারা অনেক কিছুই বলত। তখনই আমরা ভেবেছিলাম আমরাও এটা ফেরত দেব। বিশেষ করে ওয়ার্নার ব্যাট করতে আসলে আমি সবসময়ই তাকে মনে করিয়ে দিতাম, অশ্বিন তাকে কতবার সাজঘরে ফিরিয়েছে! এটায় তার ওপর চাপও বেড়ে যেত কিছুটা হলেও।”