• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    অস্ট্রেলিয়া খেলতে পারে সিলেটেও?

    অস্ট্রেলিয়া খেলতে পারে সিলেটেও?    

     

    টেস্ট সিরিজের আগে একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু সেই ম্যাচে ভেন্যু নিয়েই এখন অনিশ্চয়তা। জলাবদ্ধতার কারণে সম্ভাব্য ভেন্যু ফতুল্লার সামনে এখন প্রশ্নচিহ্ন। বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপির নামও প্রস্তাব করা হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া সেখানে যাওয়ার ব্যাপারে এখনো রাজি নয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানাচ্ছেন, সিলেটের নামও তাঁরা প্রস্তাব করেছেন অস্ট্রেলিয়ার কাছে।

    চট্টগ্রামে জাতীয় দলের ক্যাম্পে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই এসেছিলেন আকরাম খান। সেখানে জানিয়েছেন, ভেন্যু নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি, ‘অস্ট্রেলিয়া চাচ্ছে যেন মিরপুরে খেলা হোক, কিন্তু সেটা সম্ভব না। তিন দিনে টেস্ট উইকেট  তৈরি করা সম্ভব না। ফতুল্লা ও বিকেএসপির নাম আছে, কিন্তু বিকেএসপিতে তারা যেতে চাচ্ছে না। দূরত্বের কারনে তারা আসলে রাজি নয়।  আমরা চেষ্টা করব বিকেএসপিতে ঘন্টাখানেকের মধ্যে তাদের যেন নিয়ে যাওয়া যায়।’

    তবে শেষ পর্যন্ত ফতুল্লা বা বিকেএসপির কোনোটিই না হলে তৃতীয় ভেন্যু হিসেবে সিলেটের নাম বললেন আকরাম খান, ‘আমরা আরেকটা সুযোগ দেব সিলেটে ব্যবস্থা করার।  বিমানে আসা যাওয়া করলে সেখানে খেলার একটা সুযোগ থাকতে পারে।’

    প্রশ্ন করা হয়েছিল জাতীয় দলের সম্ভাব্য স্পিন বোলিং কোচ স্টুয়ার্ট ম্যাকগিলকে নিয়েও। আকরাম খান নিশ্চিত করে কিছু বলতে পারলেন না, ওর একটা ক্লিয়ারেন্সের জন্য আটকে আছে। অস্ট্রেলিয়া সিরিজের আগেই আনার চেষ্টা চলছে, তবে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, ও এখনও আসার ব্যাপার ইতিবাচক আছে।