• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    পাঁচ বা ছয়েই খেলবেন সাব্বির?

    পাঁচ বা ছয়েই খেলবেন সাব্বির?    

    একটা সময় নামের পাশে টি-টোয়েন্টি স্পেশালিস্ট তকমা এঁটে গিয়েছিল। ছোট সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় নির্ভরতাও হয়ে গিয়েছিলেন। সেটা কাটিয়ে সাব্বির রহমান এখন জায়গা করে নিয়েছেন ওয়ানডের পর টেস্টেও। তবে সাদা পোশাকে এখনো নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। সর্বশেষ কলম্বোতে অবশ্য ভালো শুরু করেও চল্লিশের ঘরেই থেমে যেতে হয়েছে। তিন দিনের প্রস্তুতি ম্যাচ ছিল নির্বাচকদের সামনে নিজের বার্তাটা দেওয়ার একটা উপলক্ষ। সেখানেও জোরালোভাবে সেটি দিতে পারেননি সাব্বির, আউট হয়ে গেছেন ১০ রান করেই। তবে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জানিয়ে গেলেন, নিজের ব্যাটিং টেকনিক নিয়ে নতুন করে কাজ করছেন। একই সঙ্গে জানিয়ে গেলেন, কোচ তাঁকে পাঁচ বা ছয়ের জন্যই চিন্তা করছেন।

    সাব্বিরের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়নস ট্রফি থেকেই। চার ম্যাচে সর্বোচ্চ রান ২৪, মাত্র দুই বার ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। তবে মঞ্চটা যখন ঘরের মাঠে টেস্ট, সাব্বির সেসব পেছনে ফেলে নতুন করেই শুরু করতে চাইবেন। টেস্টে আগে বেশ কয়েকবারই ভালো শুরু করেও সেটা খুব বেশিদূর নিয়ে যেতে পারেননি। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জানিয়ে গেলেন, নিজের বেশ কিছু সমস্যা নিয়েও নতুন করে কাজ করছেন।

    চ্যাম্পিয়ন ট্রফিতে আউট হওয়ার ধরনে বোঝা যাচ্ছিল, বল ছাড়ার ব্যাপারে কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন সাব্বির। বড় দৈর্ঘ্যের ম্যাচে সেই সমস্যা আরও প্রকটভাবে দেখা দিতে পারে। সাব্বির তাই বললেন, ‘টেকনিক নিয়ে কাজ করছি। তবে এখনো আমি অ্যাপ্লাই করি নাই। সেটা যত তাড়াতাড়ি করতে পারব, ততই আমার জন্য ভালো। চেষ্টা করছি কীভাবে বড় রান করা যায়, ধৈর্যটা রাখা যায়।’

    কিন্তু সেই টেকনিকের কোন জায়গায় নির্দিষ্ট করে কাজ করছেন? এবার সাব্বির বললেন, ‘বেসিক্যালি ব্যাক লিফট নিয়ে কাজ করছি। থ্রো ডাউন নিয়ে কাজ করছি। এটা আসলে বড় ব্যাপার। কীভাবে সামনের বল ছাড়তে হয়, কীভাববে পেছনের বল ছাড়তে হয়, সেটা নিয়েও কাজ করছি।’ নতুন ব্যাটিং কোচ মার্ক ওনিলও এ ব্যাপারে তাঁকে সাহায্য করছেন, জানিয়ে গেলেন। 

    টেস্টে  যেমন এখনো ব্যাটিং পজিশনেও থিতু হতে পারেননি। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে আটে ব্যাট করেছিলেন, পরে ব্যাট করতে হয়েছে সাতে। এরপর পাঁচ, ছয় এমনকি সর্বশেষ টেস্টে চারেও ব্যাট করতে হয়েছে। সাব্বিরও বললেন, দল যেখানে চাইবে সেখানেই ব্যাট করবেন। পরে নির্দিষ্ট করে বললেন, ‘কোচ হয়তো আমাকে পাঁচ বা ছয়েই খেলতে বলবেন। ’

    যেখানেই খেলুন না কেন, সাব্বির নিশ্চয় একটা বড় ইনিংস খেলতে চাইবেন। আত্মবিশ্বাস ফিরে যাওয়ার জন্য সেটা যে তাঁর ভীষণ দরকার!